ব্রাজিলকেও হাত দিয়ে গোল দেয়া হয়েছে

ফুটবলকে বলা হয় ‘গেইম অব এ্যাকশন’। আর ফুটবলে এই গোল করা হয় পায়ের সাহায্যে। কিন্তু ইতিহাস বলে অনেক সময় হাতের সাহায্যেও গোল হয়েছে ফুটবলে। এই হাতের মাধ্যমে গোল করে অনেকেই হয়েছেন আলোচিত ও সমালোচিত। অনেকে এ ধরণের গোলকে বলেছেন ‘ঈশ্বরের হাতের গোল’।

দিয়াগো ম্যারাডোনা (১৯৮৬): ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের ৫১ মিনিটে উড়ে আসা বলে হেড দিতে চেয়েছিলেন ম্যারাডোনা। কিন্তু তার আগেই বলে কাছে চলে যান ইংলিশ গোলকিপার পিটার শিল্টন। ৬ ফুট ১০ ইঞ্চি উচ্চতার শিল্টনকে টপকাতে হাত দিয়ে খোঁচা মারা ছাড়া কোন উপায় ছিল না ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার ম্যারাডোনার। করেছেনও তাই। রেফারি-লাইন্সম্যানদের চোখ এড়িয়ে গেলে গোল পেয়ে যান আর্জেন্টাইন কিংবদন্তি। সে গোলটি না পেলে হয়তো সেমিতেই থেমে যেতে পারতো ম্যারাডোনার স্বপ্ন যাত্রা।

এর আগে পরেও বেশ কিছু গোল হয়েছে হাত দিয়ে। এমকী এর শিকার হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও। আসুন বিশ্ব কাঁপানো এ ধরণের ১০ গোল সম্পর্কে জেনে নেবো আমরা।