আমার কোনো তাড়াহুড়ো নেই: ইরফান

মুক্তির অপেক্ষায় ইরফানের নতুন ছবি ‘কারওয়ান’। ছবির প্রচারে তার উপস্থিতির সম্ভাবনা প্রবল। গত ৫মার্চ টুইট করে ইরফান জানিয়েছিলেন, এক ‘বিরল রোগে’ আক্রান্ত তিনি। ১৬মার্চ ফের টুইট করে এই অভিনেতা জানিয়েছিলেন, তিনি নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত। দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা নেওয়ার পর এখন তার অবস্থা অনেকটাই সন্তোষজনক।

গত দুমাস ধরে সামাজিক মাধ্যমে তার অনুপস্থিতিতে ভক্তদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছিল। অবশেষে নীরবতা ভেঙে গত ১৬মে নতুন ছবির পোস্টার টুইট করেন তিনি।

সম্প্রতি কারওয়ানের ট্রেইলার মুক্তি পেয়েছে। আগামী ৩ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। ভক্তদের প্রশ্নের জবাবে এক টুইটে ইরফান জানিয়েছেন, ‘কবে ফিরব তা আমার জানা নেই। এর সমাধান কীভাবে হবে তা নিয়েও আমার কোনো তাড়াহুড়োও নেই।’

ইরফান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ব্ল্যাকমেইল। সিনেমাটিতে এ অভিনেতা ছাড়া অন্য কোনো তারকা অভিনয়শিল্পী না থাকায় প্রচার নিয়ে বেশ বিপাকে পড়েছিলেন নির্মাতারা।

কারওয়াঁন সিনেমাটিতে ইরফান ছাড়াও রয়েছেন জনপ্রিয় মালায়ালাম অভিনেতা দুলকার সালমান। এ সিনেমার মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে তার। ইরফান খানের অনুপস্থিতিতে সিনেমা প্রচারের বিষয়টি এখন তার কাঁধে। এতে আরো অভিনয় করছেন মিথিলা পালকার।