বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচে চার গোল করে পর্তুগালকে নক আউট পর্বের টিকিট এনে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর বিশ্বকাপের আগে রিয়াল মাদ্রিদের জার্সিতে কী করেছেন, তা তো সবারই জানা।
এমন ফুটবলারকে কে না দলে রাখতে চায়! কিন্তু রিয়ালে রোনালদোর গুরুত্ব এবং প্রয়োজনীয়তাটা হয়তো আগের মতো নেই। তা না হলে স্প্যানিশ ক্লাবটি তার ‘রিলিজ ক্লজ’ মূল্য কমাল কেন?
প্রথম আলোর এক প্রতিবেদনে জানানো হয়, রিয়ালে রোনালদোর ‘রিলিজ ক্লজ’ ছিল এক হাজার মিলিয়ন ইউরো, মানে এক শ কোটি ইউরো। অর্থাৎ কোনো ক্লাব রোনালদোকে কিনতে চাইলে এই পরিমাণ অঙ্ক রিয়ালকে দিলেই হবে। কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছে, রোনালদোর ‘রিলিজ ক্লজ’ কমিয়ে ১২০ মিলিয়ন ইউরোয় নামিয়ে এনেছে রিয়াল। এ যেন প্রতিপক্ষ দলগুলোর কাছে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনা পেরেজের বার্তা, ‘এসো, রোনালদোকে নিয়ে যাও!’
তবে এই ‘রিলিজ ক্লজ’ দামটা রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা আর ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে খাটবে না। রোনালদোর ক্লাব বদলের গুঞ্জনটা উঠেছে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর থেকেই। পর্তুগিজ তারকাকে কিনতে চায় ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও চেলসি। দৌড়ে আছে এসি মিলানও। এই ক্লাবগুলো নাকি রোনালদোকে বার্ষিক ৪০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দিতেও রাজি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, রোনালদোর ‘রিলিজ ক্লজ’ মূল্য কমানোর খবরটি ভিত্তিহীন বলে দাবি করেছে রিয়াল।