ইয়েমেনে সৌদি জোট ও ইয়েমেন সেনাদের হামলায় অন্তত ৭০ জন হুথি নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সৌদি জোটের বিমান হামলায় ও ইয়েমেন সেনাদের সঙ্গে সংঘর্ষে তারা নিহত হন। খবর: আল আরাবিয়া উর্দু
হুথিদের রাজনৈতিক ব্যুরোর এক বিবৃতিতে সৌদি জোটের হামলায় এক শীর্ষ কর্মকর্তা আব্দুন নাসের আল জুনাইদি নিহত হয়েছে বলেও স্বীকার করা হয়েছে। তবে তিনি কখন নিহত হন এ বিষয়ে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে সৌদি জোটের হামলায় তিনি নিহত হয়ে থাকতে পারেন। জুনাইদি ২০১৬ সালে কুয়েত আলোচনায় হুথিদের প্রতিনিধি হয়ে গিয়েছিলেন।
এদিকে আল বাইজা, পশ্চিম উপকূল, তায়িজ ও উত্তরাঞ্চলীয় এলাকায় ইয়েমেন সেনাদের সঙ্গে হুথিদের সংঘর্ষ হয়। এছাড়াও এসব এলাকায় সৌদি জোটের বিমান হামলায় হুথিদের অনেকে নিহত হয়। তাদের মধ্যে আল বাইজা এলাকায় ২৫ জন ও পশ্চিম উপকূলে ত্রিশেরও বেশি নিহত হয়। এদিকে লাহাজ প্রদেশে লড়াই অব্যাহত রয়েছে।