সৌদি আরবকে তেল উত্তোলন বাড়ানোর জন্য আহবান জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।ডোনাল্ড ট্রাম্পের কথায় সাড়া দিয়ে তেল উত্তোলন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সৌদি আরব।এখন থেকে সৌদি আরব প্রতিদিন এক কোটি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলন করবে ।এতে করে জ্বালানি তেল উত্তোলনে রেকর্ড করতে যাচ্ছে সৌদি আরব।তেলের দাম কমানোর জন্য তেলের বাজার শান্ত করার প্রচেষ্টা হিসেবে সৌদি আরব এ পদক্ষেপ নিতে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো জুলাই মাস থেকে বাড়তি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলন করবে। ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, বাড়তি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলন করলে তা হবে সৌদি আরবের জন্য এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি তেল রপ্তানির রেকর্ড।২০১৬ সালের জুলাই মাসে আরামকো কোম্পানি প্রতিদিন সর্বোচ্চ এক কোটি ৭২ লাখ ব্যারেল তেল উত্তোলন করেছিল।
ব্লুমবার্গ বলছে, বাড়তি তেল সরবরাহ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের ওপর যে চাপ সৃষ্টি করেছেন তাতে নজিরবিহীনভাবে সাড়া দিয়েছে রিয়াদ।আগামী নভেম্বর মাসে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে তেলের দাম কমানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষভাবে তৎপর হয়েছেন। সে কারণে তিনি সৌদি আরবের ওপর চাপ সৃষ্টি করে তেলের উৎপাদন বাড়াতে চান।