বিশ্বকাপে সবচেয়ে দ্রুত হলুদ কার্ড পাওয়ার রেকর্ড গালারডোর

হোম

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে হলুদ কার্ড পাওয়ার এক বিরল রেকর্ড সৃষ্টি করেছেন মেক্সিকোর ডিফেন্ডার জেসুস গালারডোর।

একাতেরিনবার্গে গ্রুপ-এফ’র শেষ ম্যাচে বুধবার সুইডেনের ফরোয়ার্ড ওলা টোইনভোনেনকে ফাউলের অপরাধে ম্যাচ শুরুর মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে গালারডোকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেন আর্জেন্টাইন রেফারি নেস্তর ফাবিয়ান পিটানা। এরিয়েল এই চ্যালেঞ্জের বিপরীতে পিটানা সাথে সাথে পকেট থেকে হলুদ কার্ড বের করতে কোন দ্বিধা করেননি। আর ম্যাচ শুরু না হতেই এই ঘটনায় মেক্সিকো বেশ চাপে পড়ে গিয়েছিল। শেষ ১৬ নিশ্চিত করতে হুয়ান কার্লোস ওসোরিও’র মাত্র এক পয়েন্ট হলেই চলতো। কিন্তু সুইডেনের কাছে তারা শেষ ম্যাচে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে গ্রুপ পর্ব শেষ করেছে। গ্রুপের আরেক ম্যাচে দক্ষিণ কোরিয়া ২-০ গোলে জার্মানদের পরাজিত করে অঘটনের জন্ম দেয়ায় মেক্সিকোর পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়েছে।