মেসেঞ্জারে আসা লিঙ্কে ক্লিক, হ্যাকারদের খপ্পরে প্রেমিক যুগল! অতঃপর…

মেসেঞ্জারে আসা লিঙ্কে- জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম হলো ফেসবুক। সোশ্যাল মিডিয়ার যেমন সুফলতা আছে, তেমনি কুফল দিকও রয়েছে।

সম্প্রতি ফেসবুকে মেসেঞ্জারে আসা লিঙ্কে ক্লিক করায় হ্যাকারদের খপ্পরে পড়ে এক প্রেমিক যুগল। এখানেই শেষ নয়, দু’জনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়ার হুমকি দিয়ে তাদের কাছে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার সোনারপুর থানা এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, চলতি মাসের ২৫ জুন ফেসবুক মেসেঞ্জারে আসা একটি লিঙ্ক ক্লিক করতেই পাসওয়ার্ড চাওয়া হয়। এর মাধ্যমে মোবাইলে থাকা প্রেমিক যুগলের ঘনিষ্ঠ মুহূর্তের সমস্ত ছবি হ্যাক করা হয়। এরপর সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেয়ার হুমকি দিয়ে যুগলের কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়।

এ ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পরে ভবানী ভবনে সাইবার অপরাধ দমন শাখায়ও এ ঘটনাটি সম্পর্কে অভিযোগ জানানো হয়েছে।