গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার মার্সেলো। সার্বিয়ার বিপক্ষে খেলতে নেমে খেলার ৯ মিনিটে তিনি ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ থেকে বিদায় নেন। তার বদলে খেলতে নামেন ফিলিপ লুইস।
এসময় তিনি কাঁদতে থাকেন। এক পর্যায়ে জার্সি টেনে মুখ ঢেকে ফেলেন।
তবে তার আঘাত কতটা গুরুতর তা এখনও অস্পষ্ট।
প্রসঙ্গত, ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় পেলের উত্তরসূরীরা। খেলায় পাওলিনহো ও থিয়াগো সিলভা একটি করে গোল করেন।