কবে যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে- তানিয়া আহমেদ

আমি ছোটবেলা থেকেই ব্রাজিল সমর্থন করি। আমার পরিবারে আমার ছেলে জার্মানির সমর্থন করে। ব্রাজিলের প্রতি ছোটবেলা থেকে আমার দুর্বলতা রয়েছে। ব্রাজিলের খেলায় একটা ছন্দ থাকে। কিন্তু এবার শুধু ব্রাজিল ভালো খেলছে এটি বলা যাবে না। আমার কাছে মনে হচ্ছে দু-একটি দল ছাড়া বাকি সব দলই ভালো খেলছে।
এবারের বিশ্বকাপে এটিই বড় চমক। একটা সময় বিশ্বকাপে গোলের ছড়াছড়ি ছিল। এবার সেটিও নেই। হাড্ডাহাড্ডি লড়াই করে সব দল খেলছে। বিশেষ করে ক্রোয়েশিয়ার খেলা দেখে আমি মুগ্ধ। আজকে সেনেগাল-কলম্বিয়া, ইংল্যান্ড-বেলজিয়ামের খেলাও কঠিন হবে বলে আমি মনে করি। সত্যি বলতে কী ফুটবল হলো একটি উত্তেজনাময় খেলা। শেষ না হওয়া পর্যন্ত বলা যায় না কি হচ্ছে। প্রতিটি খেলা আমি নিয়মিত দেখছি। আগামী ম্যাচগুলোও দেখবো। বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক দেখে মনে মনে ভাবি কবে যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। একটা সময় বাংলাদেশে আবাহনী-মোহামেডানের খেলা দেখার জন্য মাঠে দর্শকের ভিড় জমতো। অথচ এখন আর সেটি দেখা যায় না। বাংলাদেশে ক্রিকেট যতটা এগিয়েছে ফুটবল সেই তুলনায় পিছিয়ে গেছে। তবুও স্বপ্ন দেখি হয়তো একদিন বিশ্বকাপে বাংলাদেশও খেলবে। এবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিশ্বকাপের বিভিন্ন দলের সমর্থকদের দেখা যাচ্ছে। অনেকে প্রতিপক্ষ দল নিয়ে নানা কটূক্তি করে। এটি কারো কাম্য নয়। পছন্দের দলের বাইরে অন্য দলের প্রতিও রেসপেক্ট দেখানো উচিত। কারণ খেলায় হার-জিত থাকবে। এটি নিয়ে বাজে মন্তব্য কিংবা ফেসবুক পোস্টে অশ্লীল মন্তব্য খেলার সৌন্দর্য নষ্ট করে।