উগ্র ব্রাজিল সমর্থকদের হামলার শিকার সার্বিয়ানরা

ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা হারের পর ক্রোয়াট সমর্থকদের মারধর করে কিছু উগ্র আর্জেন্টাইন সমর্থক। চিরপ্রতিদ্বন্দ্বীরা পেরেছেন তারা পিছিয়ে থাকবেন কেন!যদি আর্জেন্টাইনরা মাঠের বাইরে মারামারি করেছে। পিছিয়ে থাকার পাত্র নয় ব্রাজিল। তাদের যেন তর সইছিলো না। তারা যে চ্যাম্পিয়ন। সেটা খেলায় হোক, আর মারামারিতে! তাইতো ব্রাজিল-সার্বিয়া ম্যাচ চলাকালীন গ্যালারিতেই সার্বিয়ান সমর্থকদের তারা বসিয়ে দিয়েছে দু ঘা।

মাঠের লড়াইয়ে সার্বিয়ানরা পারেনি, পারেনি গ্যালারিতেও। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, গ্যালারিতে ঠিক কি কারণে এই মারপিট শুরু হয়েছিল তা জানা যায়নি। তবে দুই দলের সমর্থকদের এই মারামারির মধ্যে পড়েছিলেন এক নারী ফুটবলপ্রেমী। ব্রাজিলের জার্সি পরিহিত কয়েক সমর্থক তাঁকে আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে থেমেছে এই মারপিট।

উগ্র সমর্থকদের নিয়ে বেশ দুশ্চিতায় ছিল ফিফা। এ নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয় তারা। ক্রোয়াট সমর্থকদের ওপর চড়াও হওয়ার জন্য আর্জেন্টিনার সেই সব উগ্র সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফিফা। এখন দেখার বিষয় মারামারিতে জড়িয়ে পরা সেসব ব্রাজিল সমর্থকদের বিরুদ্ধে কি রকম ব্যবস্থা নেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।