জটিল হিসাবের মাঝখানে – শুরু থেকেই জমজমাট এবারের বিশ্বকাপ। তাই কোন দলই সস্তিতে নেই। বিশেষ করে আজ গ্রুপ পর্ব থেকে জার্মানির বিদারের পর অন্য দলগুলোর হিসাব টা আরো বেশি জটিল হয়েছে।
তাই তো গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রায় সব দল শেষ বিন্দু দিয়ে লড়ছে। শেষ বাঁশি বাজার
আগে বলাই যাচ্ছে না কে যাচ্ছে দ্বিতীয় পর্বে, আর কে বিদায় নিচ্ছে বিশ্বকাপ থেকে।
‘ডি’ গ্রুপে মঙ্গলবার দিবাগত রাত দুই ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত দ্বিতীয় পর্বের আশা
নিয়ে খেলেছে তিন দল। ক্রোয়েশিয়া আগেই দ্বিতীয় পর্ব নিশ্চিত করেও খেলায় এক বিন্দু
ছাড় দেয়নি।
বুধবার দিবাগত রাতও এমন কিছু উপহার দিতে পারে গ্রুপ ‘ই’। কারণ, হিসাব মেলাতে না
পারলে বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল আজই বিদায় নিতে পারে!
প্রথমেই দেখে নেওয়া যাক গ্রুপ ‘ই’র কী অবস্থা…
গ্রুপ ‘ই’ পয়েন্ট তালিকা: দুই ম্যাচ করে খেলা শেষ হওয়ার পর: ব্রাজিল -৪,
সুইজারল্যান্ড-৪, সার্বিয়া -০, এবং কোস্টারিকা-০।
দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণ
১। ব্রাজিল সার্বিয়াকে হারালে সুইজারল্যান্ডকে সঙ্গী করে দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে
পাঁচবারের চ্যাম্পিয়নরা।
জিতলে তো বটেই, সার্বিয়ার সঙ্গে ড্র করলেও দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে ব্রাজিল।
২। দ্বিতীয় রাউন্ডে উঠতে সুইজারল্যান্ডেরও মাত্র ১ পয়েন্ট দরকার।
৩। ব্রাজিলকে হারালে দ্বিতীয় রাউন্ডে উঠবে সার্বিয়া। ড্র করেও সার্বরা নকআউট পর্বে
যেতে পারে, যদি সুইজারল্যান্ড কোস্টারিকার কাছে একাধিক গোলের ব্যবধানে হারে।
৪। ব্রাজিল যদি সার্বিয়ার কাছে হারে এবং সুইসরা কোস্টারিকা ম্যাচ থেকে অন্তত ১
পয়েন্ট পায়, তাহলে বিদায় নেবেন নেইমাররা।
৫। ব্রাজিল-সুইজারল্যান্ড দুই দলই হারলে গোল পার্থক্যে কিংবা মোট গোলের হিসাবে
নির্ধারিত হবে কারা বাদ পড়বে। এতেও আলাদা করা না গেলে ফেয়ার প্লে পয়েন্ট ও
সর্বশেষ আশ্রয় টস।