বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিদায়, শেষ ষোলতে সুইডেন ও মেক্সিকো

মেক্সিকোর কাছে হারটাই শুধু নয়, শেষ ম্যাচটাও কাল হলো ২০১৪ বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির জন্য। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ তে হেরে গেছে তারা। দুই গোলই স্টপেজ টাইমে। ওদিকে সুইডেন ৩-০ গোলে হারিয়ে দিয়েছে মেক্সিকোকে। তাতে সুইডিশ ও মেক্সিকানরা চলে গেছে ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলতে।

গ্রুপ ‘এফ’ এর শেষ দুই ম্যাচের এই ফলে বুধবার জার্মানির করুণ বিদায় হয়ে গেল রাশিয়া বিশ্বকাপ থেকে। সুইডেন ৩ ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট পেল। মেক্সিকোরও দুই জয়ে ৬ পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানে সুইডিশরা হলো এই গ্রুপের চ্যাম্পিয়ন। আর মেক্সিকো গ্রুপ রানার্স আপ। ১টি জয় ও দুটি করে হারে জার্মানি ও কোরিয়ানরা বিদায় নিল প্রথম রাউন্ড থেকে। দুই দলেরই পয়েন্ট ৩ করে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির বিদায় দিয়েই কি শেষ হলো এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ডের অঘটন? নাকি এখনো কিছু বাকি?

টানা তৃতীয়বার আগেরবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথম রাউন্ড থেকে বিদায় নিল। ২০০৬ এর চ্যাম্পিয়ন ইতালি, ২০১০ এর চ্যাম্পিয়ন স্পেনের পর ২০১৪ এর চ্যাম্পিয়ন জার্মানিকে একই ভাগ্য বরণ করতে হলো।