সৌদি আরবের সাথে-ইসরাইল রেলপথ সংযুক্ত হচ্ছে !

ইসরাইল রেলপথ চালু করতে চায় সৌদি আরবসহ উপসাগরীয় অন্যান্য আরব দেশের সাথে।ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বাণিজ্যিক যোগাযোগ বাড়া্নোর জন্যে ইসরাইল রেলপথ চালু করতে চাচ্ছে । এক বৈঠকে ইতোমধ্যে ‘আঞ্চলিক শান্তির রেলপথ’ নামে এই প্রকল্প শুরুর ব্যাপারে একমত হন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যোগাযোগমন্ত্রী ইসরায়েল কাটজ।

বেশ কয়েকটি প্রকাশিত খবরে বলা হয়, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা সৃষ্টির মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার উদ্দেশ্যে এই রেলপথ নির্মাণ করতে চায় ইসরায়েল। এই সপ্তাহে এক বৈঠকে কাটজ ও নেতানিয়াহু প্রকল্পটির বিস্তারিত বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছান।

তারপর তারা আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নসহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে পরামর্শ করে পরিকল্পনাটি এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।নেতানিয়াহু ও কাটজের দপ্তর থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখানো হয়, এই প্রকল্পের আওতায় হাইফা-বেত শিয়ান রেললাইনকে জর্ডান সীমান্ত পর্যন্ত বাড়ানো হবে। পথে জেনিনেও একটি স্টেশন রাখা হবে। এর মাধ্যমে ফিলিস্তিনিদেরও রেল নেটওয়ার্কে যুক্ত করা হবে।

প্রকল্পটি বাস্তবায়ন হলে গৃহযুদ্ধে লিপ্ত সিরিয়াকে এড়িয়ে ইউরোপ থেকে হাইফায় পণ্য আনা-নেওয়া করা যাবে। শুধু তাই নয়। ভিডিওতে বলা হয়েছে, অল্প সময়ের মধ্যেই এই প্রকল্পের আওতায় ইসরাইল, সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের বিদ্যমান যোগাযোগ পরিকাঠামোকে অন্তর্ভূক্ত করা হবে।