ম্যারাডোনার এসব কাণ্ড নিয়ে একী বললেন ব্রাজিল সমর্থক ফারুকী!

রাশিয়া বিশ্বকাপে নাইজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচ গ্যালারিতে বসে দেখছিলেন দিয়েগো মারাডোনা। আসলে খেলছিলেনও মনে মনে। কখনও পাশে বসে থাকা বন্ধুকে জড়িয়ে ধরছেন। কখনও নিজের মুখ দু’ হাতে চেপে ধরছেন। কখনও বা লাফিয়ে উঠছেন। ডানা মেলার মতোই মেলে দিচ্ছেন দু’হাত। মাঠে নেই, কিন্তু মাঠে যেন তিনিই দাপিয়ে বেরাচ্ছেন।

আর গ্যালারিতে বসে ম্যারাডোনার এসব কাণ্ড দৃষ্টি কেড়েছে আর্জেন্টিনার সমর্থকদের। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই নিয়ে কথা বলছেন ব্রাজিল সমর্থকরাও।

ব্রাজিল সমর্থক প্রখ্যাত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ম্যারাডোনার এসব কাণ্ড নিয়ে একী বললেন ব্রাজিল সমর্থক ফারুকী! ‘ওস্তাদরে একজন ধইরা না রাখলে খোদার কসম খেলা শেষ হওয়ার আগেই গ্যাসবেলুনের মতো আকাশে উইড়া যাইতো। জিনিস লেভেল ইজ ঠু ড্যাম হাই।’

‘ট্র্যাজিডি হইলো নিষ্ঠুর পৃথিবী পাশের নিষ্ঠাবান কালো টিশার্ট পড়া লোকটাকে মনে রাখবে না। আর্জেন্টিনার জয়ের পেছনে তার ভূমিকাকে কোনোভাবেই খাটে করে দেখা যাবে না। বাই দ্য ওয়ে, মাই ম্যান অব দ্য ম্যাচ ফর টুডে ইজ দিয়েগো আরমান্দো মারাডোনা।