রাজধানীতে আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিল

রাজধানীতে আর্জেন্টিনার- নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিল করেছেন সমর্থকরা। আর্জেন্টিনার নাটকীয় জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হওয়ায় তারা আনন্দ-উল্লাসে মেতে উঠেন। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখর হয় রাজধানীর বিভিন্ন এলাকা। এর আগে বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে মেসি ভক্তদের প্রত্যাশা সামনে আরও ভালো খেলবে প্রিয় দল আর্জেন্টিনা।

প্রথমে কিছুটা শঙ্কা থাকলেও খেলা শুরু হওয়ার পর থেকেই উন্মাদনা বাড়তে থাকে আর্জেনটাইন ভক্তদের। প্রথম ১৪ মিনিটের মাথায় মেসির গোলে প্রাণ সঞ্চার করে মেসি ভক্তদের।

এর আগে ঘর ছেড়ে রাজধানীর সড়কে বড় পর্দায় উন্মাদনা নিয়ে খেলা দেখতে ভিড় করেন মেসি ভক্তরা। ছুটে আসেন অন্য দল সমর্থকরাও। জমে ওঠে সড়ক পথের দর্শক গ্যালারী।

খেলার মাঝপথে বিরতির পর নাইজেরিয়ার গোলে দর্শকদের উন্মাদনা কিছুটা কমে এলেও পরক্ষণে ৮৬ মিনিটে রোহোর গোলে উন্মাদনা বাড়ে কয়েকগুণ। এরপর শুধুই উল্লাস। সড়ক আর গলি পথ ছেয়ে যায় জয়ের উৎসবে।

সর্বশেষ নাইজেরিয়ার বিপক্ষে জয় হয় আর্জেন্টিনার, জয়ী হন মেসি ভক্তরা। প্রত্যাশা পূরণ হওয়ায় উল্লাসে ফেটে পরেন ভক্তরা। নাটকীয় জয়, দ্বিতীয় রাউন্ড নিশ্চিতে পতাকা হাতে বিজয় মিছিল ছাড়াও নাচতে শুরু করেন কেউ কেউ।

এদিকে, আর্জেন্টিনা জয়ী হওয়ায় সাধুবাদ জানান অন্য দলের সমর্থকরাও। আর মেসি ভক্তদের প্রত্যাশা সামনে আরও ভাল খেলবে তাদের প্রিয় দল।