ভারতে পড়াশোনা করতে চাইলে

বিশ্বায়নের যুগে পৃথিবীটাই আজ পরিণত হয়েছে গ্লোবাল ভিলেজে। একমাত্র শিক্ষার মাধ্যমেই বিশাল এই পৃথিবী দিনকে দিন ছোট হয়ে আসছে। ইউরোপ-আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সঙ্গে এখন এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোও শিক্ষার মানে অনেক ওপরে উঠে এসেছে। বিশেষ করে ভারতের বেশ কিছু বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে এমন কিছু ভারতের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সহজে পড়তে যাওয়াকে আরও সুগম করতেই এই প্রতিবেদন। এখন ভিসা প্রক্রিয়া সহজ হয়ে যাওয়ায়, ভারতে পড়াশোনার জন্য ছেলেমেয়েকে পাঠাতে অভিভাবকদের আগ্রহ বেড়েছে। বাংলাদেশের প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর চেয়েও ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার খরচ কম। ভারতে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সুখবর হলো ইনডিয়া এডুকেটস এবং মেন্টরস স্টাডিস অ্যাবোর্ড ভারতের বেশ কিছু স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল স্কুল নিয়ে আয়োজন করেছে ‘India Educates-Spot Admissions Expo’ ২০১৮। আগামী ২৯ ও ৩০ জুন ঢাকায় এবং ২ ও ৩ জুলাই চট্টগ্রামে আয়োজন করা হয়েছে এই বর্ণাঢ্য শিক্ষামেলার। বিস্তারিত জানতে পারবেন ০১৭১৩২৪৩৪১১ এই নম্বরে।এই আয়োজনে আগ্রহী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল স্কুলের ভর্তি বিভাগের পরিচালক ও প্রতিনিধিদের সাথে ভর্তি সংক্রান্ত তথ্য, স্কলারশিপ, থাকার জন্য হোস্টেল এবং শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় অনুসন্ধানী বিষয় নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলির তালিকা কেআইআইটি-কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (ভুবনেশ্বর, উড়িষ্যা), মানব রচনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (দিল্লি এনসিআর), ভেল টেক (চেন্নাই, তামিলনাড়ু), জেইন ইউনিভার্সিটি (ব্যাঙ্গালোর, কর্ণাটক), ইন্টিগ্রাল ইউনিভার্সিটি (লখনউ, উত্তর প্রদেশ), দ্য নেওটিয়া ইউনিভার্সিটি (কলকাতা, পশ্চিমবঙ্গ), ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় (বারিদুয়া, মেঘালয়), কাজিরাঙ্গা ইউনিভার্সিটি (জোরহাট, আসাম), স্যাফায়ার ইন্টারন্যাশনাল স্কুল (রাঁচি, ঝাড়খন্ড), মিনাকি্শ ওয়ার্ল্ড স্কুল (দিল্লি এনসিআর)। ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি থেকে বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স অথবা পিএইচডিসহ সকল বিষয়েই কথা বলা এবং অন স্পট আবেদন করে কন্ডিশনাল বা আনকন্ডিশনাল অফার লেটার পাওয়ার সুযোগ থাকবে এই শিক্ষা মেলায়। প্রভিশনাল ভর্তির সুযোগও থাকবে এখানে। আগ্রহী শিক্ষার্থীদের তাদের ভর্তির জন্য প্রয়োজনীয় বিভিন্ন ডকুমেন্টস ও পাসপোর্ট নিয়ে আসতে হবে। যারা এই বছর পরীক্ষা দিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করছেন তারাও আগাম ভর্তির সুযোগ পাবেন। যারা ভারতে ভবিষ্যতে পড়তে যেতে চান তাদের জন্যও আগাম প্রস্তুতিতে সাহায্য করবে এই শিক্ষামেলা। বিনামূল্যে প্রবেশযোগ্য এই শিক্ষামেলাটি হাই কমিশন অব ইন্ডিয়া, ঢাকা দ্বারা স্বীকৃত।