আইসল্যান্ডের বিপক্ষে ০-১ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া

রাশিয়া বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে নেমেছে ক্রোয়েশিয়া। এই গ্রুপ থেকে সবার আগে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।

প্রথমার্ধের পর আইসল্যান্ডের বিপক্ষে ০-১ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া এগিয়ে আছে। এদিকে বল দখলের দিক দিয়েও এগিয়ে আছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার বল দখলের হার ৬৫% অপর দিকে আইসল্যান্ডের ৩৫%।

দ্বিতীয় রা‌‌উন্ডে যেতে আইসল্যান্ডকে এই ম্যাচ জয়ের কোনো বিকল্পই নেই। তবে শুধু জয় পেলেই হবে না। তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচের দিকেও। এমন সমীকরণ মাথায় রেখে খেলতে নেমে প্রথমার্ধ শেষে ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচ গোলশূন্য রয়েছে।

গত ১৪ জুন শুরু হয়েছে রাশিয়া বিশ্বকাপ। টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা শেষ হবে আগামী ২৮ জুন। নকআউট পর্বের খেলা শুরু হবে ৩০ জুন। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই। বিশ্বকাপে এখন পর্যন্ত দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে রাশিয়া, উরুগুয়ে, ফ্রান্স, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল ও ডেনমার্ক। বিদায় নিশ্চিত হয়েছে মরক্কো, সৌদি আরব, মিসর, পেরু, কোস্টারিকা, পানামা, তিউনিসিয়া, পোল্যান্ড, ইরান ও অস্ট্রেলিয়ার।