অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমদল পরিশ্রম করায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভালো ফল পাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘সব জায়গা থেকে জয়ের তথ্য আসছে। তবে এতে বেশি উৎসাহিত হয়ে কেউ যেন প্রতিপক্ষকে কোনোভাবে আঘাত না করে। ভোটে দাঁড়িয়েছি, জিতলে আনন্দ লাগবে। সিটি করপোরেশন সবার। আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’
মঙ্গলবার (২৬ জুন) রাত সাড়ে ৭টার দিকে ছয়দানা এলাকায় নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, ‘গাজীপুরের মানুষ যানজট ও জলাবদ্ধতায় অনেক কষ্ট করে। এগুলো কীভাবে সমাধান করা যায় তা নিয়ে সবাইকে কাজ করতে হবে।’ জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘আমাকে যারা ভোট দিয়েছেন, আর যারা দেননি, আসুন সবাই মিলেমিশে গাজীপুরের মানুষের জন্য কাজ করি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি জানি না আমার প্রতিপক্ষ কী অভিযোগ দিয়েছেন। তবে তিনি সিনিয়র ও সম্মানিত লোক। তিনি প্রতিদিন আমাকে নিয়ে অভিযোগ করেছেন কিন্তু আমি বলেছি সমাধানের জন্য। তারপরও তিনি দোষ চাপাচ্ছেন। এলাকার মানুষ আমাদের দুজনকেই চেনে। তারা চিনেই আমাকে ভোট দিয়েছে। আমি গাজীপুরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আওয়ামী লীগের উন্নয়নে আস্থা রাখার জন্য আহ্বান জানাচ্ছি।’