অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে পেরুর লিড

এই ম্যাচে হারলে বিমানের টিকেট ধরতে হবে। ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে যে ফলই হোক না কেন। কিন্তু শেষ ষোলতে খেলার স্বপ্ন নিয়ে সোচিতে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলতে নেমে ১৯ মিনিটেই যে পেরুর বিপক্ষে পিছিয়ে পড়ল অস্ট্রেলিয়া! একই সময়ে দুই ভেন্যুতে ‘সি’ গ্রুপের দুটি খেলা শুরু হয়েছে। এই রিপোর্ট লেখার সময় উইঙ্গার আন্দ্রে কারিলোর গোলে ১-০ গোলে এগিয়ে পেরু। তখন মস্কোতে ফরাসি ও ডেনিশদের ম্যাচটি গোলশূন্য।

অস্ট্রেলিয়া টিকে থাকতে চাপ দিয়েই খেলা শুরু করে সোচিতে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু এই ম্যাচের শুরুতেই অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইল জেডিনাক হলুদ কার্ড দেখেছেন। পেরু দুই ম্যাচেই হারায় তাদের হারানোর কিছু নেই। কিন্তু সেই তারাই খেলার ধারার বিপরীতেই বলতে গেলে গোলটা পেয়ে গেল।

গুয়েরেরো ক্রস করেছিলেন। কারিলো দারুণ ভলিতে অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাট রায়ানকে পরাজিত করে বল জড়িয়েছেন জালে। তার কিছু করারই ছিল না আসলে। ২০১৮ বিশ্বকাপে এটাই পেরুর প্রথম গোল।

‘সি’ গ্রুপ থেকে ফ্রান্স ইতিমধ্যে দ্বিতীয় পর্ব নিশ্চিত করে রেখেছে। ২ ম্যাচের ২টিতেই জিতেছে তারা। ফ্রান্স ও ডেনমার্কের মধ্যে দিনের অন্য ম্যাচটি ড্র হলে ডেনিশরা গ্রুপ রানার্স আপ হবে। তাদের ৪ পয়েন্ট। অস্ট্রেলিয়ার ১। শেষ ম্যাচ এটি। তখন অস্ট্রেলিয়া ও পেরুর মধ্যকার ম্যাচের ফল কোনো কাজে আসবে না।