যা হবে যদি আর্জেন্টিনা-আইসল্যান্ড উভয়ই জিতে

মঙ্গলবার (২৬ জুন) ‘ডি’ গ্রুপের, লিগের শেষ ম্যাচে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি আর্জেন্টিনা-নাইজেরিয়া, ক্রোয়েশিয়া-আইসল্যান্ড। ক্রোয়েশিয়া ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করেছে। অন্যদিওেক নক আউটের লড়াইয়ে নাইজেরিয়া, আর্জেন্টিনা, আইসল্যান্ড।

শেষ ম্যাচে নাইজেরিয়া যদি আর্জেন্টিনাকে হারিয়ে দেয়, আর আইসল্যান্ড পয়েন্ট নষ্ট করে তাহলে ক্রোয়েশিয়া আর নাইজেরিয়া শেষ ষোলোয় উঠবে। আবার আর্জেন্টিনা যদি নাইজেরিয়াকে হারিয়ে দেয়, আর আইসল্যান্ড পয়েন্ট নষ্ট করে তাহলে ক্রোয়েশিয়া আর মেসিরা নক আউটে উঠবে। কিন্তু যদি এমন হয়, আর্জেন্টিনাও জিতল, আইসল্যান্ডও জিতল। তাহলে?

তাহলে পয়েন্ট তালিকায় হিসেব কষতে হবে।

ক্রোয়েশিয়া: ৬ পয়েন্ট।

আর্জেন্টিনা: ৪ পয়েন্ট।

আইসল্যান্ড: ৪ পয়েন্ট।

নাইজেরিয়া: ৩ পয়েন্ট।

আর্জেন্টিনা আর আইসল্যান্ড দু দলের পয়েন্ট ৪ হলে, গোলপার্থক্যও সমান হলে কারা নক আউটে যাবে?

সেক্ষেত্রে সবার আগে গোলপার্থক্য দেখা হবে। গোলপার্থক্যে এখন আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে আইসল্যান্ড। গ্রুপ লিগের প্রথম দুটি ম্যাচে আর্জেন্টিনা একটি গোল করেছে, চারটি গোল হজম করেছে। মানে মেসিদের গোলপার্থক্য (-) ৩, সেখানে আইসল্যান্ডের গোলপার্থক্য (-)২। কারণ আইসল্যান্ড একটি গোল করেছে, তিনটি গোল হজম করেছে। তাই আর্জেন্টিনা আর আইসল্যান্ড তাদের শেষ ম্যাচেও একই ব্যবধানে জিতলে আইসল্যান্ডই নক আউট রাউন্ডে যাবে।

তারপর গোলপার্থক্যও সমান হলে দেখা হবে, কে কটা গোল করেছে। যারা বেশি গোল করবে তারাই নক আউটে যাবে।

কিন্তু সেটাও সমান হলে?

তাহলে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত কারা কম কার্ড দেখেছে, সে দিকে।