আয়কর বাড়িয়ে দেয়া হলো সৌদি ফুটবলারদের

১২ বছর পর খেলতে এসে বিশ্বকাপে তেমন সুবিধা করতে পারেনি সৌদি আরব। উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক রাশিয়ার কাছে তারা বিধ্বস্ত হয় ৫-০ গোলে। তার পরের ম্যাচে উরুগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করে ফেলে সৌদি আরব। শেষ ম্যাচ মিসরের সাথে ২-১ গোলের সান্ত্বনার জয় পেয়েছে তারা। তাতেই কি রক্ষা?

না, বিশ্বকাপে এমন ভরাডুবির জন্য খড়গ নেমে এসেছে সৌদি ফুটবলারদের ওপর। এখন থেকে বাৎসরিক আয়ের ওপর ৫০ ভাগ ট্যাক্স দিতে হবে তাদের ফুটবলারদের। সৌদি আরবের ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘আহদাফ’ তাদের নিজস্ব টুইটার অ্যাকাউন্টে এমন তথ্য জানিয়েছে।

সরাসরি কিছু বলা না হলেও এ অতিরিক্ত ট্যাক্স যে তাদের ওপর পরোক্ষ শাস্তি হিসেবে আরোপ করা হয়েছে, তা সহজেই অনুমেয়। এ আয়করের টাকা তাদের জমা দিতে হবে নিজ নিজ ক্লাবের কাছে।