বেশি গান আর করবো না’

ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই নিয়মিত কাজ করে যাচ্ছেন মৌসুমি আক্তার সালমা। এরই মধ্যে বেশ কিছু একক অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। এসব অ্যালবামে তার অনেক গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। কিছু চলচ্চিত্রের গানেও কন্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি সারা বছর ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো নিয়ে। এদিকে বিয়ে এবং সন্তান হওয়ার পর গানে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছিলেন সালমা।
বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে বছর দুয়েক আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার। এর পর আবার গানে নিয়মিত হন এ শিল্পী। বর্তমানে একমাত্র মেয়ে স্নেহাকে সময় দিচ্ছেন। সে সঙ্গে গান নিয়েও দারুণ ব্যস্ত। নতুন গানের পাশাপাশি কয়েকটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। এসব ভিডিওতে সালমার পারফরমেন্সও দর্শকমহলে প্রশংসিত হয়। বর্তমানে কেমন আছেন? দিনকাল কেমন কাটছে-জানতে চাইলে সালমা বলেন, ভালো আছি। মেয়ে স্নেহাকে নিয়ে চলে যায় আমার সময়। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হলো স্নেহা। এর বাইরে পড়াশোনা ও গানেও সময় দিচ্ছি নিয়মিত। চলতি ব্যস্ততা কি নিয়ে? সালমা বলেন, এতদিন তো স্টেজের মৌসুম ছিলো। বছরের অন্য সময়ের চেয়ে এই সময়টায় স্টেজের ব্যস্ততা শিল্পীদের বেশি থাকে। আামিও এই সময়ে অনেক শো করেছি। তবে বেছে বেছে করেছি। কেবল বড় আয়োজনের শোগুলোই করেছি। এখন স্টেজ ব্যস্ততা কিছুটা কমেছে। এর কারণ হলো বর্ষা মৌসুম। এখন কেবল ইনডোরে শো হচ্ছে। তবে তারপরও দেশে-বিদেশের শো নিয়ে সামনের সময়টা ব্যস্ত থাকতে হবে। নতুন গানের কি খবর? সালমা বলেন, বেশ কয়েকটি নতুন গানে কন্ঠ দিয়েছি। সেগুলো প্রকাশ হলে শ্রোতারা পছন্দ করবেন বলে আশা করি। ঠিক করেছি বেশি গান আর করবো না। বেছে ভালো ভালো গান করবো। মন পছন্দ হলে তবেই সেই গানে কন্ঠ দেবো। আর সঙ্গে থাকবে মিউজিক ভিডিও। কারণ গান শোনার পাশাপাশি এখন দেখারও বিষয়। বর্তমানে গানের অবস্থা কেমন মনে হচ্ছে? সালমা উত্তরে বলেন, আমি মনে করি অবস্থা এখন ভালো। কারণ নিজের গানের স্বত্ব রেখে আমি গান প্রকাশ করতে পারছি। আমিও সেরকমটা করছি। অনেক গান করছি অডিও কোম্পানির মাধ্যমে। আবার কিছু গান করছি স্বত্ব নিজের কাছে রেখে। আর আগে একটি অ্যালবামে বেশ কিছু গান করা হতো। সে গানগুলোর স্বত্ব কোম্পানিকে লিখে দিয়ে দিতে হতো এককালীন অর্থের বিনিময়ে। এখন সেটা না করলেও হয়। তাছাড়া সারা জীবন গানের স্বত্বটা আমার নিজের কাছেই থাকলো। গান নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে? সালমা বলেন, বেশ কিছু পরিকল্পনা রয়েছে। যেমন আমি লালনের গান আরও করতে চাই। সে লক্ষ্যে কাজ এগিয়ে নিচ্ছি। এর জন্য গান বাছাইয়ের কাজও করছি। আর মৌলিক ফোক গানের প্রজেক্ট করারও ইচ্ছে রয়েছে। মোদ্দাকথা ভালো কিছু গান শ্রোতাদের উপহার দিতে চাই।