কারেসমার গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে পর্তুগাল

পর্তুগালকে হারাতে পারলে ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় পর্বের টিকিট পাবে ইরান। এমন ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর দলের বিপক্ষে যেন উজ্জীবিত এক ইরানের দেখা মিললো। পাল্লা আক্রমণে বারবার পর্তুগালকে কাঁপিয়ে দিচ্ছিল দলটি। তবে ৪৫ মিনিটে রিকার্ডো কারেসমা গোল করে এগিয়ে দিয়েছেন পর্তুগালকে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছে পর্তুগাল।

রাশিয়া বিশ্বকাপে সোমবার ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে দল দুটি। সারানস্কে দুই দলের ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ১২টায়। একই সময়ে ‘বি’ গ্রুপের অপর দুই দল স্পেন ও মরক্কো লড়ছে কালিনিনগ্রামে।

‘বি’ গ্রুপ থেকে মরক্কোর ছিটকে পড়াটা নিশ্চিত হয়েছে। তবে দ্বিতীয় পর্বে যাওয়ার সম্ভাবনা বেঁছে আছে অন্য তিন দল স্পেন, পর্তুগাল ও ইরানের। স্পেন ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার উপরে। স্পেনের সমান ৪ পয়েন্ট ও পক্ষে বিপক্ষে সমান গোল নিয়েও দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল। ফেয়ার প্লে ইনডেক্স অনুযায়ী এগিয়ে স্পেন। ইরান ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। পর্তুগালকে হারিয়ে দিলেই তারা পেয়ে যাবে দ্বিতীয় পর্বের টিকিট। পর্তুগালের অবশ্য ড্র করলেই চলছে।

এনিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে মুখোমুখি হচ্চে পর্তুগাল ও ইরান। ২০০৬ সালে দুই দলের সর্বশেষ দেখায় ২-০ গোলে জয় পর্তুগালের। যে ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বকাপে নিজের প্রথম গোলেটি করেন।