জিতলেও অনিশ্চিত আর্জেন্টিনা, হারলেও ব্রাজিলের আশা থাকবে

‘ডি’ গ্রুপের দিকে এখন সবার নজর। এক ম্যাচে হাতে রেখেই শীর্ষ ষোলো নিশ্চিত করে ফেলেছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাসহ গ্রুপের বাকি দুই দল আইসল্যান্ড এবং নাইজেরিয়ার ভাগ্য নির্ধারিত হবে শেষ দুই ম্যাচে।

আগামীকাল ২৬ জুন, দিবাগত রাত ১২টায় একই সময়ে মুখোমুখি হচ্ছে নাইজেরিয়া-আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া-আইসল্যান্ড।

আর টিকে থাকতে হলে নাইজেরিয়াকে হারাতেই হবে আর্জেন্টিনার। তারপরেও তাকিয়ে থাকতে হবে আইসল্যান্ড ম্যাচের দিকে।

ক্রোয়েশিয়াকে যদি আইসল্যান্ড হারিয়ে দিতে পারে সেক্ষেত্রে অন্য হিসেব। হিসেব কষতে হবে দুই দলের গোল ব্যবধানের। সেদিক থেকে এখনও এগিয়ে আছে আইসল্যান্ড।

অন্যদিকে ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করার পর কোস্টারিকার বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। এই জয় পয়েন্ট টেবিলের শীর্ষে তুলে দিয়েছে সেলেকাওদের। তারপরেও এখনও নিশ্চিত নয় তাদের শেষ ষোল।

সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে না হারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে ব্রাজিলের। তবে হেরে গেলেও সম্ভাবনা শেষ হয়ে যাবে না। সেক্ষেত্রে সুইজারল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

ব্রাজিলের হারের পর কোস্টারিকার বিপক্ষে যদি সুইসরাও হেরে যায় তাহলে গোল ব্যবধানে এগিয়ে থাকা দলই পরের রাউন্ডে সার্বিয়ার সঙ্গী হবে।