গতকাল হ্যারি কেইনের হ্যাটট্রিকে পানামাকে ৬-২ গোলে হারায় ইংল্যান্ড। যদিও তাঁর তিন গোলের মধ্যে দুইটি আসে পেনাল্টি থেকে। এর সুবাদে ২ ম্যাচে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যান কেইন।
ইংল্যান্ডের ম্যাচের আগে যৌথভাবে শীর্ষে ছিলেন বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু ও পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। লুকাকু এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে গোল করেছেন ৪টি। দুই ম্যাচেই জোড়া গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার।
অন্যদিকে পর্তুগালের রোনালদো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হ্যাট্রিক করেছেন। এরপর দ্বিতীয় ম্যাচে একটি গোল করে রোনালদোর গোল সংখ্যা এখন চার।
এগিয়ে যারা
১. হ্যারি কেইন (৫ গোল)
২. রোমেলু লুকাকু (৪ গোল)
৩. ক্রিশ্চিয়ানো রোনালদো (৪ গোল)
৪. ডেনিশ চেরিসেভ (৩ গোল)
৫. দিয়াগো কস্তা (৩ গোল)