শক্তিমানের সেই গীতা বিশ্বাস কেমন আছেন এখন?

ভারতের প্রথম সুপারহিরো শক্তিমান। পণ্ডিত গঙ্গাধর বিদ্যাধর মায়াধর ওমকারনাথ শাস্ত্রী। চোখের পলকে যে শক্তিমান হয়ে শায়েস্তা করত ডক্টর জাকাল-সহ বিভিন্ন অপরাধীদের। আর শক্তিমানের কীর্তিকলাপ জনতার সামনে তুলে ধরতেন একজন রিপোর্টার।

মনে আছে কে সেই রিপোর্টার? তার নাম হয়েছিল গীতা বিশ্বাস। নিরীহ মুখ আর অনাবিল হাসি দিয়ে শক্তিমানের পাশাপাশি গীতাও জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ২০০৫ সালে শক্তিমানের সম্প্রচারণ বন্ধ হয়ে যায়। তারপর ১৩ বছর কেটে গেছে। এখন কোথায় আছেন গীতা?

গীতার আসল নাম বৈষ্ণবী মহান্ত। যদিও গঙ্গাধর ওরফে শক্তিমান তাকে ‘দেবীজি’ বলে ডাকতেন। বৈষ্ণবীর কিন্তু এটাই প্রথম পর্দায় অভিনয় নয়। তার কেরিয়ার শুরু হয়েছিল ফিল্মে অভিনয় করে। ১৯৮৮ সালে সুপারহিট ফিল্ম ‘ভিরানা’তেও অভিনয় করেছিলেন তিনি। যদিও শক্তিমান করার পরই তিনি জনপ্রিয় হন।

শক্তিমানের পরও বৈষ্ণবী অভিনয় চালিয়ে যাচ্ছেন। ‘সপনে সুহানে লড়কপন কে’, ‘মিলে যব হাম তুম’-র মতো সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। এমনকী দক্ষিণী সিনেমাতেও তাকে দেখা গিয়েছে।

বর্তমানে ‘দিল সে দিল তক’, ‘হাম পাঁচ ফির সে’, ‘ইয়ে উন দিনো কি বাত হ্যায়’তে অভিনয় করছেন এবং ‘সাবধান ইন্ডিয়া’-র একটি এপিসোডে অভিনয় করেছেন।