গ্রুপ ‘ই’তে ব্রাজিল শেষ ম্যাচে মাঠে নামবে ২৭ জুন, বাংলাদেশ সময় রাত ১২টায়। পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে জয় দরকার তাদের।
প্রথম ম্যাচে হালকা ইনজুরিতে পড়েন নেইমার। এরপর ব্রাজিলের ইনডোর অনুশীলনে অংশ নিতে পারেননি। তার ভেতর নেমে পড়েন কোস্টারিকার বিপক্ষে। ২-০ গোলে জেতা ম্যাচে শেষ গোলটি তার ছিল। ২৬ বছর বয়সী এই তারকা ইনজুরি থেকে সবে সেরে উঠে বিশ্বকাপে খেলতে আসেন।
সংবাদ সম্মেলনে লাসমার বলেন, ‘ডান পায়ে তার যে সমস্যা ছিল, এখন সেটি নেই। সে সম্পূর্ণ সেরে উঠেছে।