অবশেষে জানা গেল উইন্ডিজ সফরে কে হচ্ছেন তামিমের ওপেনিং সঙ্গী

তামিম ইকবালের সঙ্গে টেস্টে বাংলাদেশ দলের ওপেনিং পজিশনের দায়িত্ব সামাল দিয়ে থাকেন ইমরুল কায়েস। কিন্তু নিজের সর্বশেষ ১৮ ইনিংসে কোন বড় স্কোরের দেখা পাননি এই ব্যাটসম্যান।

সর্বশেষ ফিফটি হাঁকিয়েছেন ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর থেকেই ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারছেন না তিনি। এর মাঝে তার সর্বোচ্চ ইনিংস মাত্র ৪০ রানের, তাও শ্রীলংকার বিপক্ষে।

তাই সব মিলিয়ে ইমরুলের এই ফর্ম চিন্তায় ফেলছে বাংলাদেশ দলকে। হয়তো আসন্ন উইন্ডিজ সফরই শেষ সুযোগ এই বাঁহাতি ব্যাটসম্যানের জন্য। এবার যদি ব্যাট হাতে বড় স্কোর না করতে পারেন তাহলে হয়তো জাতীয় দলের বাইরে চলে যেতে হতে পারে তাকে।

কারণ পাইপ লাইনে থাকা ক্রিকেটাররা জাতীয় দলে জায়গা করে নেয়ার জন্য দরজার কড়া নাড়ছেন। এদের মধ্যে একজন বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

বয়স ভিত্তিক দল থেকে উঠে আসা এই ক্রিকেটার ২০১৬ সালের যুব বিশ্বকাপেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এরপর ঘরোয়া লীগে দুর্দান্ত পারফর্ম করেছেন সঙ্গে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের টেস্ট স্কোয়াড।

যদিও নিউজিল্যান্ড সফরে তার ডাক পাওয়া ছিল ইমরুল কায়েস ইনজুরিতে পরার কারণে। আর এই শান্তই হুমকি হতে পারেন ইমরুলের জন্য।

নিউজিল্যান্ড সফরে সেবার ডাক পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেন নি শান্ত। এবার অবশ্য দেড় বছর পর উইন্ডিজ সফরের জন্য দলে ডাক পেয়েছেনে এই বাঁহাতি ব্যাটসম্যান।

সম্প্রতি সময়ে দারুণ ফর্মে আছেন শান্ত। গেল ডিপিএলে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, এছাড়াও এনসিএল এবং বিসিএলও হেসেছে তার ব্যাট। তাই সব মিলিয়ে সাদা পোষাকের জন্য তাকে বেছে নিয়েছেন নির্বাচকরা।

এদিকে উইন্ডিজ সফরে টেস্ট সিরিজে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সেই ম্যাচের পারফর্মেন্সের উপরেই নির্ভর করবে তামিমের সঙ্গে ইমরুল ওপেন করবেন নাকি নতুন সঙ্গী হিসেবে থাকবেন শান্ত।