ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের গোপন বৈঠকের খবর ফাঁস যা হতে চলেছে মধ্য প্রাচ্যে!

জর্দানে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গোপনে বৈঠক করেছেন সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। ইসরাইলি দৈনিক ‘মায়ারিভ’ এ তথ্য ফাঁস করে দিয়েছে।

মায়ারিভের বিশ্লেষক জেকি হুজি জানিয়েছেন, তিনি তার এক বন্ধুর মাধ্যমে জানতে পেরেছেন গত ১৮ জুন সোমবার জর্দানের রাজধানী আম্মানে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন বিন সালমান। একাধিক বৈঠক হয়েছে। কোনো কোনো বৈঠকে জর্দানের রাজা আব্দুল্লাহও উপস্থিত ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইহুদি জামাতা ও উপদেষ্টা জেরাড কুশনার এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত জেসন গ্রিনব্লাটের জর্দান সফরের একই সময়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ট্রাম্পের ওই দুই দূত কথিত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি জর্ডান, মিশর, সৌদি আরব ও কাতার সফর করেছেন।

সৌদি আরবের যুবরাজ হওয়ার পর থেকেই মুহাম্মাদ বিন সালমান মুসলমানদের প্রধান শত্রু ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা চালিয়ে আসছেন।