বাংলাদেশ এ দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি চার দিনের ম্যাচ খেলতে আগামীকাল ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা এ দল।
ইতিমধ্যেই এই সিরিজকে সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তরুণ এবং অভিজ্ঞ দের নিয়ে এই দলে রয়েছে জাতীয় দলের একাধিক ক্রিকেটার।
সৌম্য সরকার, সাব্বির রহমান, তুষার ইমরান, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত সহ তরুণদের মধ্যে রয়েছে সাইফ হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, সাদমান ইসলাম, আসিফ হোসেন, মিজানুর রহমানের মতো ক্রিকেটাররা। আগামী ২৬ জুন থেকে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ।
আর এই ম্যাচের জন্য নতুন অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত প্রথম চার দিনের ম্যাচে অধিনায়কত্ব করবেন।
শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল : সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাইম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত।
দেখে নিন বাংলাদেশ এ’ বনাম শ্রীলঙ্কা এ’ দলের মধ্যকার প্রতিটি ম্যাচের চূড়ান্ত সময়সূচি
২৬ জুন থেকে ২৯ জুন : প্রথম চারদিনের ম্যাচ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার
৩ জুলাই থেকে ৬ জুলাই, : দ্বিতীয় চারদিনের ম্যাচ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার
১০ ই জুলাই থেকে ১৩ জুলাই : তৃতীয় চারদিনের ম্যাচ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
১৭ ই জুলাই প্রথম একদিনের ম্যাচ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
১৯ জুলাই দ্বিতীয় একদিনের ম্যাচ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২২ জুলাই তৃতীয় একদিনের ম্যাচ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম