পরের ম্যাচ থেকে ছিটকে গেলেন যে দুই জন ব্রাজিল তারকা

পরের ম্যাচ থেকে ছিটকে – ইনজুরি যেন পিছুই ছাড়ছে না ব্রাজিলকে। বিশ্বকাপ শুরুর আগে কোনোমতে ইজুরি থেকে ফিরে এসেছেন দলের সেরা তারকা নেইমার। তিনি ফিরে এলেও বিশ্বকাপের ঠিক আগে ইনজুরি পড়ে ছিটকে যান দলের সেরা রাইটব্যাক দানি আলভেজ। এবার সেই তালিকায় যোগ হলেন আরও দুইজন তারকা ফুটবলার।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৭জুন সার্বির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আসরে টিকে থাকতে হলে সেই ম্যাচে ব্রাজিলকে জয় বা ড্র করতেই হবে। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল একদশ থেকে ছিটকে গেলেন উইঙ্গার দগলাস কস্তা ও রাইট-ব্যাক দানিলো।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে থাকলেও পরে কটির ইনজুরিতে মাঠ ছাড়েন দানিলো। পরের ম্যাচে কোস্টারিকার বিপক্ষে নেইমারের গোলে অবদান রাখেন কস্তা। কিন্তু সেই ম্যাচে তিনি হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন বলে জানিয়েছেন ব্রাজিল চিকিৎসক রদ্রিগো লাসমার। তবে কস্তা কবে খেলার জন্য উপযোগী হবেন তা নিয়ে কোনো ধারণা দিতে চাইলেন না লাসমার।

তিনি বলেন, সে কখন প্রস্তুত হবে তার তারিখ ঠিক করার প্রয়োজন নেই আমাদের। এটা পরিষ্কার যে, সে খেলার জন্য উপযুক্ত অবস্থায় নেই। তার সেরে ওঠাই আমাদের বলে দিবে – আমরা আশা করছি, এই টুর্নামেন্টে ভালো একটা সময়ে।

‘ই’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সার্বিয়া। নকআউট পর্বে উঠতে শেষ ম্যাচে কমপক্ষে ১ পয়েন্ট প্রয়োজন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।