মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করেন, শুধুমাত্র এই কারণেই হোয়াইট হাউসের প্রেস সচিব সারা সন্ডার্সকে একটি রেস্তোরাঁ থেকে বেরিয়ে যেতে বলা হল।
গত শুক্রবার সারা ভার্জিনিয়ার একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন তিনি। রেস্তোরাঁর মালিক তাকে সেখান থেকে চলে যেতে অনুরোধ করেন। কোনও রকম প্রতিবাদ না করে ভদ্রভাবেই রেস্তোরাঁ ছেড়ে বেরিয়ে যান সারা।
জানা গিয়েছে, রেস্তোরাঁয় বেশ কয়েক জন রপান্তরকামী ও সমকামী কর্মী ছিলেন। মূলত তাদের আপত্তির কারণেই সারাকে বেরিয়ে যেতে বলা হয়। টুইট করে গোটা বিষয়টি জানিয়েছেন সারা। জানিয়েছেন, লেক্সিংটনের রেড হেন রেস্তোরাঁয় এ ঘটনাটি ঘটেছে। খবর- আনন্দবাজার পত্রিকা
প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে একটি টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন সেনাবাহিনীতে আর রূপান্তরকামীদের কোনও প্রয়োজন নেই। রূপান্তরকামীদের সেনাবাহিনীতে রাখলে তাদের জন্য চিকিৎসা বাবদ যে বিপুল খরচ হয়, তা অর্থহীন। তাই সেনাবাহিনীর কোনও দফতর বা কোনও স্তরেই আর রূপান্তরকামীদের রাখা হবে না। সেই ট্রাম্প প্রশাসনেরই অংশ সারা। তাই রেস্তোরাঁর কর্মীরা সারার উপস্থিতি পছন্দ করেননি।
সারা টুইটে বলেন, তার সঙ্গে বিরোধিতা রয়েছে এমন তো অনেকেই রয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি তাদের অশ্রদ্ধা করবেন। সারার এই টুইটবার্তার পর এক ঘণ্টার মধ্যে ২২ হাজার ‘রিপ্লাই’ পান তিনি।
রেস্তোরাঁর মালিক স্টিফানি উইলকিনসন বলেন, ‘সারাকে রেস্তোরাঁয় প্রবেশ করতে দেখে কর্মীদের অনেকেই আপত্তি জানায়। তাই তিনি ব্যক্তিগত ভাবে সারাকে অনুরোধ করেন রেস্তোরাঁ ছেড়ে বেরিয়ে যেতে। বিষয়টি বুঝতে পেরে সারা স্বেচ্ছায় বেরিয়ে যান।’