নেইমার আমাকে অপমান করেছিল: থিয়াগো সিলভা

প্রতিপক্ষের ফুটবলার আঘাত পেয়ে মাটিতে পড়ে আছেন, রেফারিও বন্ধ রেখেছেন খেলা। কিন্তু নেইমার চাইছিলেন দ্রুতই শুরু হোক খেলা, রাগ দেখিয়ে বলও ছুড়ে মেরেছিলেন মাটিতে। সেটার কারণেই নেইমার দেখেছিলেন হলুদ কার্ড।

ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করলেও নেইমারের আচরণ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। এবার খোদ থিয়াগো সিলভা জানালেন, ‘ফেয়ার প্লের’ কারণে প্রতিপক্ষের কাছে বল বাড়িয়ে দেওয়ার ওই মুহূর্তে নেইমার তাকে অপমান করেছিলেন! প্যাভিলিয়ন সূত্রে এই তথ্য জানা যায়।

কোস্টারিকার দিকে বল বাড়িয়ে দেওয়ার নেইমার তার সাথে যে ব্যবহার করেছেন, সেটায় কষ্টই পেয়েছেন ব্রাজিল অধিনায়ক সিলভা, ‘সে আমার ছোট ভাইয়ের মতো, তার দিকে সবসময় খেয়াল রাখি আমি। কিন্তু কোস্টারিকার বিপক্ষে সে আমাকে অপমান করেছে। এমনকি আমাকে অভিশাপও দিয়েছে! হয়ত সে তার জায়গায় ঠিক ছিল, কোস্টারিকানরা খেলার গতি কমাতে চাইছিল। একটা সময় কোস্টারিকা অনেক ভালো খেলছিল, আমাদের পজেশন ধরে রাখার চেষ্টাও ছিল। কিন্তু একটা বল বাড়িয়ে দিলে এমন কিছু হয় না। এরপর সে আমার দিকে যেভাবে তাকিয়েছে সেটায় খুব কষ্ট পেয়েছি, তাকে এটা বলেছিও।’

শেষ বাঁশি বাজার পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। নিজেই জানিয়েছিলেন, সেটা ছিল আনন্দের কান্না। নেইমারের আবেগটা সিলভাও বুঝতে পারছেন, ‘এই আবেগটা বেরিয়ে আসার দরকার ছিল। সে অনেক চাপের বোঝা নিয়ে খেলেছে। আশা করি তৃতীয় ম্যাচে নির্ভার হয়েই খেলবে সে।’