সুইডেনের বিপক্ষে জার্মানির নাটকীয় জয়

বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়বে শিরোপাধারী জার্মানি! এর চেয়ে কঠিন আর বড় দুর্ঘটনা বিশ্বকাপের আসরে আর কিই বা হতে পারে। মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর তৈরি হওয়া সেই সম্ভাবনাকে হাওয়াই উড়িয়ে দিলো জার্মানরা। সুইডেনের বিপক্ষে ম্যাচে জানিয়ে দিলো, আমরাই চ্যাম্পিয়ন!

শেষ মুহুর্তের অপেক্ষায় পুরো গোটা বিশ্ব। রেফারি শেষ বাঁশি বাজাবেন আর সুইডেন উচ্ছ্বাসে ভাসবে। গ্যালারিতে উড়বে তাদের পতাকা। ভক্ত, সমর্থকরা গান গাইবেন, বরণ করে নেবেন বীরদের। কিন্তু তেমন কিছু হলো না। সাজানো চিত্রনাট্যটি ভেস্তে গেল। যোগ করা ৫ মিনিট হতে তখন মাত্র ১৮ সেকেন্ড বাকি।

রেফারি বাঁশি বাজালেন ঠিকই। কিন্তু সেই বাঁশি কাঁদাল সুইডেনকে। ৭৪ মিনিটে ভিক্টর ক্লাইসনের বদলি হিসেবে নামা জিমি ডুরমাস ফাউল করলেন এক জার্মান খেলোয়াড়কে। রেফারি ফ্রি-কিকের সিদ্ধান্ত দিলেন ডি বক্সের খুব কাছ থেকে। তাতেই সবশেষ সুইডেনের।

ম্যাচের শুরুতে জার্মানি দারুণ একটি সুযোগ পেয়েও এগিয়ে যেতে পারেনি। ডান উইং ধরে আক্রমণে ওঠে দলটি। বক্সের ভেতর গোললাইন থেকে ৬ গজ দূরে বল পান জুলিয়ান ড্রাক্সলার। তিনি শটও নেন। কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডার সেটি ব্লক করে দেন।

৯ মিনিটের মাথায়ও ড্রাক্সলার আরেকটি সুযোগ পান। এবারও ডানদিক থেকে আক্রমণ হয়। কিন্তু ড্রাক্সলার জাল খুঁজে পাননি।

১৩তম মিনিটে মাঝমাঠের উপর থেকে বল পেয়ে যান সুইডেনের মার্কাস বার্গ। বল ধরেই গোলমুখে এগিয়ে যান। জার্মানির রক্ষণ তখন অগোছালো। গোলমুখ ছোট করতে বেরিয়ে আসেন ম্যানুয়েল ন্যয়ার।

প্রথমার্ধের শেষ মিনিটে জার্মানিকে নির্ঘাত বিপদের হাত থেকে বাঁচান ন্যয়ার।

পিছিয়ে বিরতি থেকে ফিরে জার্মানি সমতায় আসে দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে। ডানকোনা থেকে বক্সের ভেতর বল কাট করেন টিমো ওয়েনার। এক ড্রপ দিয়ে বল যায় মার্কো রয়েসের কাছে। লাফিয়ে ওঠা বল হাঁটুর নিচে লাগিয়ে জালে ঠেলে দেন।

৬১তম মিনিটে জার্মানি দারুণ একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। বক্সের ভেতর বল প্লেস করেন কিমিচ। গোললাইন থেকে কয়েক হাত দূরে ছিলেন রয়েস। ব্যাকহিল করতে পারলেই গোল হয়ে যায়। সেই চেষ্টা করেও ব্যর্থ হন রয়েস।

দ্বিতীয়ার্ধে সময় যত গড়াতে থাকে ততই ক্লান্ত হতে থাকে সুইডেন। আক্রমণ বাদ দিয়ে রক্ষণে মন দেয় দলটি। এই সময় গোলরক্ষক একাধিকবার তাদের রক্ষা করেছে। ৯২তম মিনিটে তো জুলিয়ানের শট কয়েক মিলিমিটারের জন্য গোল হয়নি। তার দূরপাল্লার শট বারের ভেতরের দিকে লেগে বাইরে চলে যায়!

আজকের পর দুই ম্যাচে জার্মানির পয়েন্ট দাঁড়াল ৩। জার্মানদের শেষ ম্যাচ দ.কোরিয়ার সঙ্গে।