প্রথমার্ধ শেষে জার্মানির বিপক্ষে এগিয়ে সুইডেন

ওলা টোইভোনেনের গোলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মারির বিপক্ষে প্রথমার্ধ শেষে এগিয়ে রয়েছে সুইডেন। রাশিয়া বিশ্বকাপ শনিবার দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দল দুটি। প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ০-১ গোলে হারা জার্মানির জন্য টিকে থাকার ম্যাচ এটি। হারলেই বাদ পড়তে হবে। এমন ম্যাচে ৩২ মিনিটে ওলা টোইভোনেনের দেওয়া গোলে পিছিয়ে পড়েছে দলটি।

সোচিতে এদিন শুরু থেকেই মরিয়া জার্মানির দেখা মিলে। বিশ্ব চ্যাম্পিয়নদের যে মর্যাদার লড়াই। এ ম্যাচে হারলেই এক ম্যাচ হাতে থাকতেই বিদায় ঘন্টা বাজবে। ইতিহাস বলছে ১৯৩৮ সালের পর জার্মানি কখনো প্রথম পর্ব থেকে বিদায় নেয়নি।

ম্যাচের ৭ মিনেটে জুলিয়ান ড্র্যাক্সলার দুর্দান্ত এক ক্রস করেন। কিন্তু ফিনিশিং দেওয়ার মতো কেউ ছিলেন না। পরে জার্মানির আরেকটি আক্রমণ কর্নানের বিনিময়ে রুখে সুইডেন। ১২ মিনেটে পাল্টা আক্রমণ থেকে গোল পেয়ে যাচ্ছিল সুইডেন। কিন্তু দুর্দান্ত সেভ করে নয়ার। মার্কোস বার্গকে অবশ্য ট্যাকেল করেছিল জার্মান রক্ষণ। কিন্তু রেফারি পেনাল্টির বাশি বাজাননি। ভিডিও রেফারির সাহায্যও নেননি।

৩২ মিনিটে আর রক্ষা পায়নি জার্মানি। ভিক্টর ক্লায়েসনের এসিস্ট থেকে নয়ারকে পরাস্ত করেন ওলা টোইভোনেন।

৪৩ মিনিটে দারুণ আক্রমণে জার্মান রক্ষণ ফের কাঁপিয়ে দেয় সুইডেন। তবে ডিফেন্ডাররা সেটি ক্লিয়ার করেন ভালোভাবে। যোগ করা সময়ে রেফারির শেষ বাঁশি বাজার আগেও দারুণ এক সেভ করেন নয়ার।

দ্বিতীয়ার্ধে কি ঘুরে দাঁড়াতে পারবে জার্মানি। না কি বিষাদের কাব্য রচিত হবে সোচিতে।