পুলিশ মানেই সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, দেশ এবং সাধারন জনগনের বন্ধু হচ্ছে পুলিশ যাদের কাছে মাথা গুজে সাধারন মানুষ। কিন্তু সেই পুলিশই যদি ভক্ষক হয় তাহলে আর সাধারন মানুষের কিছুই করার থাকে না। আর এই দুই একজন পুলিশের জন্য কলঙ্কিত হয় পুরো পুলিশ জাতি।
তেমনি পুলিশকর্মীদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে ভারতের অসমের লখিনপুর কোর্ট তিনালিতে। বুধবার (২০ জুন) রাতে এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। যদিও শুক্রবার (২২ জুন) ঘটনাটি প্রকাশ্যে আসে। তদন্তে পাঁচ পুলিশকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্তদের নাম- তিলক বরা, বিক্রম দুওয়ারা, দিলীপ বরা, মজিবুর রহমান ও জয়ন্ত মিলিক। তাদের লখিমপুর সিজেএম কোর্টে তোলা হয়। পরে আদালত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, তল্লাশির নামে নির্যাতিতা মহিলার স্বামীকে সরিয়ে দেয় পুলিশ। একটি এটিএমের সামনে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকী, মহিলার নগ্ন ছবিও তোলে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম এই খবর পেয়ে থানায় অভিযোগ দায়ের করে। তারপরেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে কয়েকটি মহিলা সংগঠনও। তাদের দাবি, অভিযুক্ত পুলিশকর্মীদের চাকরি থেকে সাসপেন্ড করা হোক।