রোনালদো-নেইমার পেরেছেন এবার মেসির পালা

বর্তমান ফুটবল জগতের সবচেয়ে বড় তারকা তারা তিনজন। তিন জনের মধ্যে মেসি কিছুটা এগিয়েই থাকবেন। কিন্তু চলতি বিশ্বকাপে রোনালদো যেখানে দাপটের সাথে গোল করে যাচ্ছেন প্রতিপ্রক্ষকে একাই রুখে দিয়ে জয় ছিনিয়ে আনছেন সেখানে নিস্প্রভ মেসি। প্রথম ম্যাচে গোল না পেলেও দ্বিতীয় ম্যাচের শেষ মুহূর্তে ঠিক গোল পেয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

নেইমার-রোনালদো যখন নিজেদের দলকে প্রায় নিরাপদ স্থানে নিয়ে গেছেন ঠিক তখনই আর্জেন্টিনার ভাগ্য ঝুলছে অন্যের হাতে। তার আগে জিততে হবে নাইজেরিয়ার বিপক্ষে। এবার কি জ্বলে উঠবেন মেসি?

মেসি ভক্তরা যতই পুরনো রেকর্ডের পসরা সাজিয়ে বসুক না কেন। কিংবা ম্যারাডোন যতই বলুন ‘এই বিশ্বকাপে মেসির প্রমাণ করার কিছু নেই’। খুবই স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা দলের জয়ের জন্য লড়াইটা কিন্তু মেসিকেই করতে হবে। মেসির মত বিশ্বমানের ফুটবলারের কিছুটা বাড়তি দায়িত্ব তো থাকেই দলের প্রতি।

যদি বলা হয় মেসি একা তাহলে রোনালদো কি? রিয়াল তারকার পাশে তো আগুয়েরো, হিগুয়েন, দিবালা, মাশ্চেরানোর মতো তারকারা নেই। তবুও তিনি ২ ম্যাচে করেছেন ৪ গোল।

অন্যদিকে, প্রথম ম্যাচে অসফল হলেও দ্বিতীয় ম্যাচে গোলে ফিরেছেন নেইমার৷ কোস্টারিকার বিরুদ্ধে চোখে পড়ার মত মুহূর্তও উপহার দিলেন নেইমার। প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করা ছাড়াও ক্রোয়েশিয়ার বিরুদ্ধেও জাল এবং বলের দূরত্ব ঘোচাতে পারেননি বিশ্বের সেরা ফুটবলার। বক্সের ভিতর সুযোগ তৈরি করেও গোল করতে পারেননি মেসি। আক্রমণে ঝড় তুলে (৬৩ মিনিটে) প্রায় গোল করে ফেলছিল আর্জেন্টিনা। তবে এবারেও ক্রোয়েশিয়ার গোলকিপারের কাছে শেষটায় আটকে যান মেসি।

রোনালদো, নেইমার, মেসি বর্তমানে এই তিনজনেই ফুটবলের মেগাস্টার। এদের খেলা দেখতেই রাত জাগেন ফুটবলপ্রেমীরা। প্রথম দুজন গোল পেয়েছেন, দল জিতেছে। এবার ফুটবলের মহাতারকার ঘুম ভাঙার পালা।বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রমাণ করার আর কিন্তু মাত্র একটা সুযোগই আছে ম্যারাডোনার উত্তকরসূরীর।