বলিউড অভিনেতারা কে কার সমর্থক?

বিশ্বকাপ জ্বরে ভুগছে পুরো বিশ্ব। সর্বস্তরের জনসাধারণের পাশাপাশি দেশে-দেশে বইছে উত্তেজনার হাওয়া। আর সেই উত্তেজনা উন্মাদনায় রুপ নিয়েছে ফুটবল প্রেমীদের মনে। পছন্দের দলের প্রতি ভালোবাসার জানান দিতে যা যা করণীয় তার সবই করছেন।

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা এই দুই শ্রেণীতে বিভক্ত হয়ে যায় ভক্তরা। কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। যেটি দেখা যায় শোবিজ জগতেও। তারকা অভিনেতা-অভিনেত্রীরা নিজ নিজ পছন্দের দলের প্রতি ভালোবাসার কথা জানান সামাজিক যোগযোগ মাধ্যমে। সেক্ষেত্রে ব্যতিক্রম নয় বলিউডও। এবারের বিশ্বকাপের উন্মাদনা বইছে বিশ্বের অন্যতম শক্তিশালী এই ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। আজ জেনে নিন বলিউডের কে কে কোন দলের সমর্থক…..

১. জন আব্রাহাম
ভারতের ফুটবল লিগে একটি দলও আছে ভারতের জনপ্রিয় এ অভিনেতার। এই অভিনেতা সমর্থন করেন জার্মানিকে। তবে তার ভাষায়, ‘এবারের খেলাগুলো দেখে মনে হচ্ছে, বছরটি হবে আন্ডারডগদের। হয়তো আফ্রিকার কোনো দেশের হাতেই ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ উঠবে বলে মনে করেন আব্রাহাম।’

২. অভিষেক বচ্চন
অমিতাভ বচ্চনও নাকি ফুটবলে ব্রাজিলের ভক্ত। পারিবারিক সূত্রেই তাই অভিষেক বচ্চনও ব্রাজিলকেই সমর্থন করেন। ২০১৪ সালের বিশ্বকাপে নিজের কাজ ফেলে অভিষেক উড়ে গিয়েছিলেন ব্রাজিলে, ওই আসরের সেমিফাইনাল খেলা দেখার জন্য।

৩. রণবীর কাপুর
রণবীর কাপুর সমর্থন করেন আর্জেন্টিনাকে। তিনি নাকি অনেক আগে থেকেই ফুটবলে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছেন। একবার লিওনেল মেসির সাক্ষাৎও পেয়েছেন বলিউডের এ তারকা।

৪. অর্জুন কাপুর
বড় বড় ম্যাচ কোনোভাবেই বাদ দিচ্ছেন না অর্জুন কাপুর। সময় করে দেখেছেন সব গুরুত্বপূর্ণ খেলা। এবারের বিশ্বকাপের শুরু থেকেই অর্জুন কাপুর সমর্থন করছেন বেলজিয়ামকে। বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা আর ইংল্যান্ড ছিল তার পছন্দের তালিকায়। অবশ্য এখন অর্জুন বলছেন, ‘ফ্রান্স বদলে দিতে পারে বিশ্বকাপের সমীকরণ।’

৫. ববি দেওল
ফুটবলে প্রভাবশালী দলকেই সাপোর্ট করেন ববি। ব্রাজিলের সমর্থক এ অভিনেতা। ভালোবাসেন নেইমারের খেলা।

৬. আলী ফজল
ব্রাজিলের ভক্ত আলী ফজলও। তবে তার ধারণা, এ বছরটা হবে স্পেনের। গত কয়েকটি খেলা দেখে এমন ধারণা হয়েছে তার। তবে পর্তুগালও এ বছর বিশ্বকাপ জিতে নিয়ে চমকে দিতে পারে সবাইকে, আলীর এখন এমনটাই মনে হচ্ছে।

৭. হর্ষবর্ধন কাপুর
ম্যানচেস্টার ইউনাইটেডের দারুণ ভক্ত অনিলপুত্র হর্ষবর্ধন কাপুর। আর এবারের বিশ্বকাপে ইংল্যান্ড দলে জায়গা করে নিয়েছেন সেই ক্লাবের অনেক খেলোয়াড়। তাই স্বাভাবিকভাবেই হর্ষের সমর্থন পাচ্ছে ইংল্যান্ড। তবে তার মন বলছে, শেষমেশ বাজিমাত করে দেবে স্পেন। জিতে নেবে এবারের বিশ্বকাপ।

৮. কার্তিক আরিয়ান
তার পছন্দের দলটি একটু ভিন্ন ধারার। তিনি সমর্থন করছেন ক্রোয়েশিয়াকে। কারণ এই অভিনেতার বিবেচনায় ইভান রাকিটিচ ও লুকা মডরিচের মতো খেলোয়াড়ের খেলায় মুগ্ধ তিনি। তা ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য নিজের পছন্দের দ্বিতীয় দল হিসেবে রেখেছেন পর্তুগালকে। এই দুই দলের একটি বিশ্বকাপ জিতলেই তিনি খুশি।