ক্রোম ব্রাউজারে ইন্টারনেট ছাড়াই ব্রাউজিং সুবিধা

অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার উন্মুক্ত করেছে গুগল। নতুন ফিচারটির সুবিধা হচ্ছে, টানা ইন্টারনেট না থাকলেও ওয়েবপেজে ঢোকা যাবে। একে অফলাইন ক্রোম ফর অ্যান্ড্রয়েড বলা হচ্ছে।

ক্রোম ফর অ্যান্ড্রয়েড বিভাগটির পণ্য ব্যবস্থাপক অ্যামান্ডা বস বলেছেন, ‘যখন বিনা মূল্যের ভালো গতির কোনো ওয়াই–ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবেন, তখন ক্রোম সংশ্লিষ্ট কিছু আর্টিকেল ডাউনলোড করে রাখবে। আপনার অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ এবং জনপ্রিয় পেজ গুগল সংরক্ষণ করে রাখবে। যখন ইন্টারনেট সংযোগ থাকবে না, তখন এসব কনটেন্ট পড়া যাবে।’
বস জানান, যদি ক্রোমে সাইন ইন করা থাকে, তবে ব্রাউজিং হিস্টোরি অনুসারে সংগতিপূর্ণ আর্টিকেল পাবেন ব্যবহারকারী। ক্রোম অন অ্যান্ড্রয়েড ফিচারটি ১০০টিরও বেশি দেশে পাওয়া যাবে। গুগল প্লে স্টোর থেকে ক্রোম অন অ্যান্ড্রয়েড হালনাগাদ করে নিলে এ সুবিধা পাওয়া যাবে।