ছেলের দুঃসময়ে মুখ খুললেন মেসির মা!

ছেলের খারাপ সময় পাশে এসে দাঁড়ালেন মা। এবার ‘ডু অর ডাই’ ম্যাচে মেসির আর্জেন্টিনার সামনে ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। বৃহস্পতিবারে লুকা মদ্রিচ-র‌্যাকিটিচদের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হারলেই বিদায়ের পথে অগ্রসর হবে আর্জেন্টিনা। এই খারাপ পরিস্থিতিতে ফের আলোচনায় উঠে এলো মেসির পেনাল্টি মিস। তবে এবার মেসির পাশে দাঁড়াচ্ছেন তাঁর মা সেলিয়া মেসি।

ম্যাচে পেনাল্টি মিসের পর মেসি স্বয়ং বলেছিলেন যে পেনাল্টি মিস করে খুব খারাপ লেগেছে তার এবং তাদের আরো স্পেস তৈরি করা উচিত ছিল বলে জানিয়েছেন তিনি। ৩টে পয়েন্ট মিস করার জন্য নিজেকেই দায়ী করেছেন মেসি। তিনি বলেছেন, ‘যদি পেনাল্টি কিক থেকে গোল করতাম, তাহলে এত সমস্যা হত না’।

তবে পুত্রের এমন দুঃসময়ে মুখ খুলেছেন স্বয়ং মেসির মা। মেসির বিরুদ্ধে অভিযোগ শোনা গেছে যে, ক্লাবের হয়ে খেললে নিজেকে উজার করে দেন। কিন্তু দেশের হয়ে খেললে নিজের পুরোটা দেন না। আর্জেন্টিনার এক টিভি-তে তার মা বলেন যে এমনটা একেবারেই নয়। ম্যাচের পর তার ছেলে কাঁদছিলো। তাই এই কথাগুলো শুনলে খারাপ লাগে। এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘‘ও ভীষণ আশাবাদী বিশ্বকাপ জেতার ব্যাপারে। আমি ওঁকে বলেছি, ও যেটা ভাল পারে, সেটাই যেন করে।’’ এবার চাপের মুখে নিজের পাশাপাশি দলকে উজ্জীবিত করতে পারবেন কিনা মেসি সেটাই দেখার বিষয়।