বিএনপি তিন সিটিতে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করলেও, গতরাতে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বিএনপির দায়িত্বশীল সূত্র গুলো বলছে, জামাত এবং ২০ দলের ভয়ে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করেনি। আগামী ২৭ জুন ২০ দলের বৈঠক আছে। ঐ বৈঠকে সবার সম্মতি নিয়ে ২০ দলের প্রার্থী হিসেবে এই তিনজনের নাম ঘোষণা করতে চায় বিএনপি। গতরাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তিন সিটিতে বিএনপির মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এতে শুধু বরিশালের বর্তমান মেয়র বাদ পড়েছেন। আহসান হাবিব কামাল ২০১৩ তে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবার তাঁর বদলে মুজিবর রহমান সরোয়ারকে মনোনয়ন দেওয়া হয়েছে। রাজশাহীতে মনোনয়ন পেয়েছে মোসাদ্দেক হোসেন বুলবুল আর সিলেটে আরিফুল হক চৌধুরী। সিলেট এবং রাজশাহীর দুটি সিটি কর্পোরেশনের অন্তত একটিতে মেয়র পদ চাইছে জামাত। জামাতের এই দাবীকে সমর্থন করছে, ২০ দলের অধিকাংশ শরীকরা। জামাত জানিয়ে দিয়েছে, বিএনপি এক তরফা সিদ্ধান্ত নিলে জামাত তাঁর প্রার্থীকে বহাল রাখবে। যদিও বিএনপির বৈঠকে বলা হয়েছে, জামাত সিটি নির্বাচন নিয়ে সরকারের ইন্ধনে খেলছে। কিন্তু এখনই বিএনপি জামাতের সঙ্গে বিরোধে যেতে চায় না।
উল্লেখ্য, আগামী ৩০ জুলাই তিন সিটির নির্বাচন হবে।