হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলের সামনে কোস্টারিকা

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের সামনে আজ কোস্টারিকা। প্রথম ম্যাচে ড্র এর কারণে আজকের ম্যাচটি তাদের জন্য মহা গুরুত্বপূর্ণ। হারলেই বিদায়ের শঙ্কায় পড়বে তিতের শীষ্যরা। ব্রাজিলের পাশাপাশি কোস্টারিকার জন্যও এটি বাঁচা মরার লড়াই। দ্বিতীয় রাউন্ডের উঠার এই হাইভোল্টেজ লড়াইয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় মাঠে নামবে দুই দল।

দলীয় শক্তি, ঐতিহ্য কিংবা বুদ্ধিমত্তা কোনো দিক দিয়েই ব্রাজিলের ধারে কাছে নেই কোস্টারিকা। ফিফা র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দল হলো ব্রাজিল। অপর দিকে কোস্টারিকা আছে ২৩ নম্বরে। এছাড়া বর্তমান ব্রাজিল দলে যেখানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নেইমার সহ সব অভিজ্ঞ খেলোয়াড় আছে সেখানে কোস্টারিকায় তেমন কেউই নেই।

তবুও ভয় তো থেকেই যায় কারণ আসরের প্রথম ম্যাচেই সুইসদের সাছে হোঁচট খেয়েছে সেলেসাওরারা। তাছাড়া সেই ম্যাচে সদ্যে ইনজুরির কবল থেকে ফেরা দল সেরা তারকা ১০ বার ফাউলের শিকার হযেছেন। প্রথম ম্যাচের এমন ধকল কাটিয়ে খেলোয়াড়রা কতটা পারফর্ম করতে পারবে তাও এখন দেখার বিষয়।

কোস্টারিকার ম্যাচকে সামনে রেখে দলটির কোচ তিতে বলেছেন,‘সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করাটা আমাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে অতীত অতীতই, এখন আমরা চেনারূপে ফিরতে চাই। কোস্টারিকাকে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।’

অপরদিকে প্রথম ম্যাচে সার্বিয়ার কাছে হেরে এই ম্যাচটি কোস্টারিকার জন্য ‘ডু অর ডাই ম্যাচ’। হারলেই ছিটকে পড়বে ফিফা বিশ্বকাপের চলতি আসর থেকে। এমন সমীকরণের সামনে দাড়িয়ে তারাও তাদের সেরাটা দিয়ে নেইমারদের ঠেকাতে চেষ্টা করবে। সবকিছু মিলিয়ে কোস্টারিকা-ব্রাজিলের মধ্যেকার একটি হাইভোল্টেজ ম্যাচই দেখতে পাবে ফুটবল প্রেমীরা।

দুইদলের সম্ভাব্য একাদশ:
ব্রাজিল একাদশ : অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মিরান্দা, মার্সেলো, পাওলিনহো, ক্যাসেমিরো, ফিলিফ কৌতিনহো, উইলিয়ান, গ্যাব্রিয়েল জেসুস এবং নেইমার।
কোস্টারিকার একাদশ: কেইলর নাভাস, জনি অ্যাকোস্টা, গিয়ানসার্লো গঞ্জালেজ, অস্কার দুয়ার্তে, ক্রিশ্চিয়ান গ্যাম্বোয়া, সেলসো বোর্গেস, ডেভিচ গুজম্যান, ফ্রান্সিসকো স্যাল্ভো, ব্রায়ান রুইজ, ইয়োহান ভেনেগেজ, মার্কো ইউরেনা।