ডিস ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফজলুল হক ওরফে ল্যাংড়া দুলালের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী। এর জেরে ঈদের আগে ফরহাদের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে দুলালের আত্মীয় মালেয়শিয়ায় পলাতক শীর্ষ সন্ত্রাসী ডালিম। সেখানে বসেই ফরহাদকে হত্যার পরিকল্পনা করা হয়। সে অনুযায়ী শুক্রবার হত্যা মিশনে যায় কিলার বাহিনী। পরিবার, স্থানীয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এদিকে হত্যার ৪ দিন পর বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী মুরশিদা বেগম। মামলায় ল্যাংড়া দুলাল, তার মেয়ের জামাই বিপ্লব, আবদুর রহিম ও কামরুলের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজহার ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ৩ বছর ধরে দুলালের সঙ্গে ফরহাদের বিরোধ চলছিল। এ কারণে ফরহাদকে হুমকি দিয়ে আসছিল দুলাল। সম্প্রতি ডিশ ব্যবসার ৬০ ভাগ নিয়ন্ত্রণ চায় দুলাল। শুধু তাই নয়, ফরহাদকে ব্যবসা ছেড়ে দিতে বলে দুলাল। ডিশ ব্যবসা ছেড়ে না দেয়ায় দুলালের আত্মীয় মালয়েশিয়া প্রবাসী ডালিম বারবার ফরহাদকে হুমকি দিচ্ছিল। শুধু তাই নয়, ফরহাদের কাছে মোটা অঙ্কের টাকাও দাবি করে ডালিম।
বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার আশরাফুল করিম বলেন, হত্যার ঘটনায় চারজনকে আসামি করে নিহতের স্ত্রী মামলা করেছেন। আসামি গ্রেফতারে কাজ করছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরহাদ হত্যার পর সিসিটিভির ফুটেজ দেখে দুই কিলারকে শনাক্ত করেছে পুলিশ। তবে ঘটনার ৪ দিন পরও তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ প্রসঙ্গে বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত দু’জনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের গ্রেফতার করা গেলে হত্যার নেপথ্যের ব্যক্তিদের নাম জানা যাবে।
নাম প্রকাশ না করার শর্তে নিহতের পরিবারের এক সদস্য বলেন, দুলালের নির্দেশে ডালিম তার ভাড়াটে কিলার বাহিনী দিয়ে ফরহাদকে গুলি করে হত্যা করায়। ডালিম বিদেশে বসে অনেক দিন ধরে নানাভাবে হুমকি দিয়ে আসছিল।
নিহত ফরহাদের ছোট ছেলে আবির হাসান বাপ্পি অভিযোগ করেন, গত মাসেও ল্যাংড়া দুলাল তার বাবাকে হুমকি দিয়েছিল। এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগও করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে গুলশানের উপ-কমিশনার ডিসি মোশতাক আহমেদ বাবাকে ডেকে পাঠান। ডিসিও বাবাকে ডিশ ব্যবসার অংশীদারিত্ব ছেড়ে দিতে বলেন। এদিকে এ মাসের (জুন) ১০ তারিখের মধ্যে টাকা দাবি করে ল্যাংড়া দুলাল। কিন্তু বাবা টাকা দেননি। এর জেরে ল্যাংড়া দুলাল তার প্রবাসী আত্মীয় ডালিমের সহায়তায় ভাড়াটিয়া বাহিনী দিয়ে বাবাকে গুলি করে হত্যা করতে পারে।
খুনিদের গ্রেফতারের দাবিতে সমাবেশ : নিহত ফরহাদ আলী হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দক্ষিণ বাড্ডা এলাকায় আয়োজিত এক সমাবেশে এ দাবি করা হয়। সমাবেশে বক্তারা বলেন, বিদেশে বসে কতিপয় সন্ত্রাসী বাড্ডা এলাকাকে অশান্ত করে রেখেছে। কিছু ব্যক্তি রাজনৈতিক ও স্বীয় স্বার্থে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে স্থানীয় বায়তুস সালাম জামে মসজিদ থেকে বের হওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ফরহাদ আলী।