সৌদি আরব থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা মালয়েশিয়ার

সৌদি আরবে মোতায়েন মালয়েশীয় সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহারের কথা বিবেচনা করছে কুয়ালা লামপুর। আজ বুধবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ সাবু এ ঘোষণা দিয়েছেন।
ওই ঘোষণার পর বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ সাবু বলেন, সৌদিতে মোতায়েন করা মালয়েশীয় সেনারা ইয়েমেন যুদ্ধে বা দায়েশ (আইএস) এর বিরুদ্ধে অভিযানে অংশ নেয়নি। মালয়েশিয়া সবসময় নিরপেক্ষ নীতি গ্রহণ করেছে। এখানে বিশ্বের প্রধান কোন শক্তির রাজনৈতিক মতাদর্শের প্রতি আনুকূল্য নেই।

তিনি আরও বলেন, কুয়ালালামপুর জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। এ জোটের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছে মালয়েশিয়া।

গত নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের প্রধানমন্ত্রী হন আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ। নতুন সরকার দায়িত্ব গ্রহণের চার মাসেরও কম সময়ের মধ্যে সৌদি আরব থেকে সেনা প্রত্যাহারেরে এ ঘোষণা আসে।