সকলের নজর এবার রাম চরণের পরবর্তী সিনেমায়

রাঙ্গাথালাম সিনেমার অসাধারণ সাফল্যের পর রাম চরণের পরবর্তী সিনেমা নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তার পরবর্তী সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি, বয়াপাতি শ্রীনু পরিচালিত সিনেমাটির শুটিং হায়দ্রাবাদে শুরু হয়েছে।

রাম চরণের রাঙ্গাথালাম সিনেমাটি ১১০ কোটি রুপির বেশি আয় করেছে এবং তেলেগু ভাষাভাষী প্রদেশ ছাড়াও বিশ্বব্যাপী ব্যাপক সাফল্য পেয়েছে। এ সাফল্যর জোয়ারে লাভবান হতে চান এ অভিনেতার আসন্ন সিনেমার প্রযোজকও।

কারণ বেশিরভাগ পরিবেশক সিনেমাটির পরিবেশনা স্বত্বের ওপর নজর রাখছেন এবং পরিবেশক হতে মোটা অঙ্ক অফার করছেন।

এও শোনা গেছে, জনপ্রিয় অভিনেতা প্রভাসের বন্ধুর প্রোডাকশন হাউজ ‘ইউবি ক্রিয়েশন’ সবচেয়ে আগ্রহী মোটা অঙ্কের অর্থ প্রদান করে তেলেগু এবং তেলেগু ইন্ডাস্ট্রির বাইরে সিনেমাটির পরিবেশনা স্বত্ব পেতে। কিন্তু প্রতিষ্ঠানটির অফারে কোনো আগ্রহ দেখাননি সিনেমাটির প্রযোজক। ইউবি ক্রিয়েশনের অফারের অঙ্ক ৭৫ কোটি হওয়া সত্ত্বেও।

একটি সূত্রের খবর, সিনেমাটির পরিবেশনা স্বত্ব আরো উচ্চ মূল্যেসহ অঞ্চল অনুযায়ী আলাদা পরিবেশকের কাছে বিক্রয়ে আগ্রহী প্রযোজক। যাতে একজনের কাছে পুরো স্বত্ব বিক্রির পরিবর্তে অধিক জনের কাছ থেকে বেশি লাভবান হওয়া যায়।