নারীবাদে খাটো হয় মায়েদের ভূমিকা, ইমরানের মতে সোশ্যাল মিডিয়ায় ঝড়

নারীবাদ সমর্থন করেন না ইমরান খান ৷ শুধুমাত্র সমর্থন করেন না তাই নয়, নারীবাদে সঙ্কটে পড়ে মাতৃত্ব ৷ এমনই মত পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থীর ৷ ইমরানের এই মতামতকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া ঝড় উঠেছে ৷ কারো মতে নারীবাদের কিছুই বোঝেন না ইমরান ৷ কেউ বা আবার ইমরানের এই মতকে সমর্থনও করেছেন ৷

ইমরানের মতে পাশ্চাত্যের মতাদর্শে প্রভাবিত নারীদের আন্দোলনে বদলে যায় মাতৃত্বের সংজ্ঞা ৷ যে কোন মানুষের জীবনে সবথেকে বেশি থাকে মায়েদের প্রভাব ৷ কিন্তু নারীবাদের তত্ত্বে মায়েদের ভূমিকাকে খাটো করে দেখানো হয়, যা কোনভাবেই সমর্থনযোগ্য নয় ৷ মত ইমরানের ৷ কিছুদিন ধরেই তাঁর প্রাক্তন দ্বিতীয় স্ত্রী রেহম খানের তোপের মুখে পড়েছেন ইমরান ৷ নিজের আত্মজীবনীতে ইমরানের বিষয় নানা কুরুচিকর বক্তব্য তুলে ধরেছেন রেহম, যা নিয়ে কম চর্চা চলছে না ৷ এবার ইমরানের বক্তব্যে চর্চার আগুনে ঘি পড়ল ৷