কাস্টিং কাউচের বিরুদ্ধে তেলুগু অভিনেত্রী শ্রী রেড্ডি-র প্রতিবাদের কথা সাম্প্রতিক কালে সকলের মনে থাকার কথা। এর মধ্যেই ফের একবার সেলুলয়েড জগতের কদর্য রূপ নিয়ে মুখ খুললেন তেলুগু ছবির গীতিকার শ্রেষ্ঠা। সম্প্রতি একটু সাক্ষাত্কারে শ্রেষ্ঠা জানান, কাস্টিং কাউচ যে শুধুমাত্র অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, এই ইন্ডাস্ট্রিতে অনেকেই এর শিকার।
তিনি বলেন, ‘একবার এক প্রযোজকের স্ত্রী আমার কাছে এ ব্যাপারে খোলাখুলি প্রস্তাব দেন। তিনি আমাকে বলেন, ‘আমার স্বামীর সঙ্গে তোমায় শুতে হবে।’ রাজি হইনি। তার জন্য মূল্য দিতে হয়েছে আমাকে।
আর একবার একজন মহিলা পরিচালক আমাকে জানান, এক ব্যক্তি আমায় প্রপোজ করতে চান। তিনি গোয়ায় আমার জন্য বড় পার্টি দিচ্ছেন। আমাকে গোয়া যেতে হবে। আমি তাতেও না করে দিই। কিন্তু এর পর আমি বহুবার হুমকি ফোন পেয়েছি। এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে কাজ বন্ধ রেখে আমি কয়েক মাস বাইরে চলে গিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমার ক্যারিয়ার পর্যন্ত থমকে গিয়েছিল এ সব বাজে কিছু অভিজ্ঞতার কারণে। বহু মানুষ আমাকে বলেছেন, শুধুমাত্র লেখার জোরে এই ইন্ডাস্ট্রিতে আমি কোনও জায়গা তৈরি করতে পারব না। আমাকে কমপ্রোমাইজ করতেই হবে। বিশ্বাস করুন এমনটা শুধুমাত্র পুরুষরাই বলেননি। মহিলারাও বলেছেন। আমার মনে হয়, কাস্টিং কাউচ শব্দটি এই ইন্ডাস্ট্রির সঙ্গে জুড়ে গিয়েছে।’
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া