অল্পের জন্য বেঁচে গেলেন বিএনপি নেতা মোশাররফ!

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে কুমিল্লার দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ নামক স্থানে ঢাকামূখী বাসের ধাক্কায় বিধ্বস্ত হয় তাঁর গাড়ি। ঘটনা স্থলেই একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আট জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ বলেন, ‘একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে কুমিল্লার আমিরাবাদ এলাকায় একটি বাস ধাক্কা দিলে ১ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়। তবে খন্দকার মোশাররফ হোসেন সুস্থ রয়েছেন।’