রাশিয়ার বিপক্ষে শুরুর একাদশে সালাহ

রাশিয়া বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে সালাহকে নিয়ে মাঠে নামছে মিশর। ম্যাচটির আগে ঘোষিত একাদশে তার নাম রয়েছে। মিশর এবার গ্রুপ ‘এ’তে খেলছে। উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে সালাহ ছিলেন না। ম্যাচটি হেরে যায় মিশর।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সালাহ হাতে ব্যথা পান। বল দখলের লড়াইয়ে রামোস তাকে মার্কে রাখতে গিয়ে হাতের ভেতর হাত ঢুকিয়ে দেন। দুজনই মাটিতে পড়ে যান। সালাহর হাতে তখন মোচড় লাগে। কিছুক্ষণ খেলা চালিয়ে গেলেও বেশিক্ষণ থাকতে পারেননি। খেলতে চাওয়ার অদম্য ইচ্ছা বিসর্জন দিয়ে ৩১তম মিনিটে তাকে মাঠ ছাড়তে হয়।

২৫ বছর বয়সী সালাহ তারপর এই প্রথম মাঠে নামছেন। বাছাইপর্বে মিশরের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। পাঁচ ম্যাচে পাঁচটি গোল করেন। মিশর এ যাবতকালে বিশ্বকাপের কোনো ম্যাচে জয় পায়নি। তারা ড্র করেছে দুটিতে, হার তিনটিতে।