কম হলে মুক্তি পেলেও ‘পোড়ামন ২’-এর দর্শক বেশী

রবিবার দুপুর বারোটা। বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সের টিকেট সারিতে লম্বা লাইন। সাধারণত সিনেপ্লেক্সের দর্শক হন হলিউডের ছবির। বাংলা ছবি দেখতে এখানে খুব কম দর্শকই আসেন। কিন্তু আজকে বেশির ভাগ দর্শক এসেছেন ঈদে মুক্তি পাওয়া বাংলা ছবি দেখতে!

কিছুটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। কারণ, ক’দিন আগেই ‘অ্যাভেঞ্জার্স’-এর নতুন সিক্যুয়াল দেখতে এই সিনেপ্লেক্সেই মানুষের হই হুল্লোড় ভুলে যাওয়ার নয়। টিকেট পেতে ভোর হওয়ার আগে থেকেই বসুন্ধরা সিটির সামনে লোকে লোকারণ্য পরিস্থিতি কিংবা এক সপ্তাহ আগের টিকেট বিক্রি হয়ে যাওয়ারও নজির নিকট অতীত! কিন্তু বাংলা সিনেমা দেখতে বনেদি এই সিনেপ্লেক্সেও লম্বা লাইন! এতো অবিশ্বাস্যই!

এমন অবিশ্বাস্য কাণ্ডটিই ঘটিয়েছেন তরুণ দুই নির্মাতা রায়হান রাফী ও নূর ইমরান মিঠু। দুজনেই এবার নিজেদের পরিচালনায় প্রথম ছবি নিয়ে এলেন দর্শকের জন্য। রায়হান রাফীর পরিচালিত ছবির নাম ‘পোড়ামন ২’ এবং নূর ইমরান মিঠুর পরিচালিত ছবির নাম ‘কমলা রকেট’।

স্টার সিনেপ্লেক্সে দুটি ছবিই প্রতিদিন চলছে দুটি শো। নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’-এর শো টাইম যথাক্রমকে সকাল ১১টা ১০ ও বিকাল ৪টা ৩০ এবং রায়হান রাফীর দুটি শো টাইম যথাক্রমে দুপুর ১টা ২০ এবং সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।

রবিবার দুপুর বারোটায় যখন সিনেপ্লেক্সে প্রতিটি টিকেট কাউন্টারে দীর্ঘ সারি, তখন হঠাৎ মাইকে সুকণ্ঠী এক ভদ্র মহিলা জানালেন রায়হান রাফীর ‘পোড়ামন ২’-এর টিকেট শোল্ড আউট! মানে দুপুর ১টা ২০ মিনিটের টিকেটতো নেই-ই, এমনকি সন্ধ্যা ৬টা ৫০-এর টিকেটেও অগ্রীম সব বিক্রি হয়ে গেছে। এমন ঘোষণা শোনে দীর্ঘ সারির বেশকিছু মানুষ বিমর্ষ হয়ে গেলেন যেনো মুহূর্তে। ধরেই নেয়া যায় তারা ‘পোড়ামন ২’ দেখতেই এসেছিলেন। অনেককে তখন কাউন্টারে গিয়ে টিকেটের জন্য অনুনয় বিনয় করতে দেখা গেলো। কিন্তু কোনো ফলাফল পায়নি ‘পোড়ামন ২’-এর সম্ভাব্য দর্শকরা। এদের মধ্যে বেশীর ভাগ দর্শক নারী।

তাদেরকে কাউন্টার থেকে আগামী কাল দেখতে অনুরোধ করা হলো। তবে এরমধ্যে আবার অনেকে তখন ‘কমলা রকেট’ বেছে নিলেন। বোঝা গেলো, তারা মূলত বাংলা ছবির দর্শক।

‘কমলা রকেট’ কেমন চলছে? টিকেট কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, সকালের শো’তে মোটামুটি দর্শক ছিলো। তবে বিকাল সাড়ে চারটার শো’য়ের অধিকাংশ টিকেটই তখন বিক্রি হয়ে গেছে।

এদিকে শুধু সিনেপ্লেক্সেই নয়, ‘পোড়ামন ২’- রাজধানীর অন্যান্য সিনেমা হলের পাশাপাশি রাজধানীর বাইরেও বেশ সাড়া ফেলছে বলে জানিয়েছেন ছবিটির সঙ্গে সংশ্লিষ্টরা। মাত্র ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও সিয়াম-পূজা অভিনীত ‘পোড়ামন ২’ সব হলেই এখন পর্যন্ত হাউজফুল যাচ্ছে। আর এমন সাফল্যের জন্য অনেকেই ‘প্রচারণা’কে কৃতিত্ব দিচ্ছেন। ঠিক ঠাক প্রচারণার মাধ্যমে প্রচুর মানুষের কাছে ছবিটির বার্তা পৌঁছানো গেছে বলেই গ্রামের সাধারণ দর্শক থেকে সিনেপ্লেক্সের দর্শকরাও ছবিটি নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন।

বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সের মতো অবস্থা যাচ্ছে শ্যামলী সিনেমা হলেও। ঈদের দিন থেকেই ছবিটি দেখতে দর্শকের ভিড় ছিলো চরমে। রবিবার বিকালে শ্যামলী সিনেমা হলের হাউজ ম্যানেজার আহসান উল্লাহ জানান, আমরা ঈদের দিন থেকে প্রতিদিন ‘পোড়ামন ২’-এর চারটি করে শো চালাচ্ছি। ১২টা ও ২টা ৪০ মিনিটের শোতে একটু দর্শক কম হলেও বিকাল ৫টা ও রাত ৮টার শো প্রথম দিন হাউজফুল ছিলো। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। ছবিটি দেখে দর্শকই রিভিউ দিচ্ছে যে ছবিটির মেকিং, সাউন্ড, ভালো গল্পের।